সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের লাগাতার আন্দোলনের পর সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে বিতর্কিত তিন কৃষি আইন (Three Farm Law)। গত এক বছরের আন্দোলনে বহু কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের। মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি উঠেছে। যদিও আজ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, কৃষক আন্দোলনে একজন কৃষকও মারা গিয়েছে, এমন কোনও তথ্য নেই তাঁদের কাছে। বুধবার সংসদকে লিখিতভাবে একথা জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার (Agriculture Minister Narendra Singh Tomar)। কার্যত আন্দোলনরত কৃষকদের মৃত্যুর কথা অস্বীকার করল মোদি সরকার।
সংসদে কৃষক মৃত্যু নিয়ে কেন্দ্রের কাছে কী তথ্য আছে? মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে কিনা, সেই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস-তৃণমূল-সহ অন্য বিরোধী দলের সাংসদেরা। তারই উত্তরে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়ে দিলেন, “আন্দোলনরত কৃষকদের মৃত্যু হয়েছে, এমন তথ্য নেই কৃষিমন্ত্রকের কাছে। ফলে কোনওরকম অনুদানেরও প্রশ্নও ওঠে না।”
চলতি মাসে গুরু নানকের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। সেদিন থেকেই বিরোধীরা দাবি করে আসছেন, এক বছর ধরে চলা কৃষক আন্দোলনে ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। তিন কৃষি আইন আগেই প্রত্যাহার করলে একজনও কৃষকের মৃত্যু হত না। অতএব, অনুদান দিতে হবে কৃষকদের। বরুণ গান্ধীর (Barun Gandhi) মতো বিক্ষুব্ধ বিজেপি নেতাও একই দাবি করেন। তাঁর বক্তব্য ছিল, যদি আগেই বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হত, তবে ৭০০ কৃষকের জীবন বেঁচে যেত। বছর খানেক ধরে চলা আন্দোলনে যে কৃষকরা জীবন খুইয়েছেন, তাঁদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
বিজেপি সংসদ সেই সময়ে আরও অভিযোগ করেন, রাজনৈতিক যোগ দেখিয়ে আন্দোলনরত বহু কৃষকের নামে মিথ্যে মামলা করা হয়েছে। বিজেপি সাংসদরা দাবি করেন, ওইসব মিথ্যে মামলা তুলে নিতে হবে কেন্দ্রকে। এবং কৃষকদের দাবি অনুযায়ী, ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.