Advertisement
Advertisement

Breaking News

বাতিল নোট এবার শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্কেই বদলানো যাবে

রিজার্ভ ব্যাঙ্ক থেকেও একবারে ২০০০ টাকা অদলবদল করা যাবে৷

No exchange of old notes from friday, except at RBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 3:26 pm
  • Updated:November 25, 2016 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাঙ্ক থেকে বাতিল ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলের সময়সীমা শেষ হয়ে গিয়েছে৷ ফলে ফের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ যাঁরা ব্যাঙ্কের সামনে লম্বা ভিড় এড়াতে কয়েকদিন পর নোট বদল করবেন বলে ভেবেছিলেন, তাঁদের রীতিমতো মাথায় হাত৷ নাহ্, তাঁদের পুরনো নোট ফেলে দেওয়ার প্রয়োজন নেই৷ কারণ বাতিল নোট এবার শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাউন্টারেই জমা দেওয়া যাবে৷

নোট বাতিল ঘোষণার পর ব্যাঙ্ক থেকে একদিনে প্রথমে ৪০০০ এবং পরে ৪৫০০ টাকা অদলবদল করতে পারছিলেন সাধারণ মানুষ৷ শেষে যার পরিমাণ কমিয়ে ২০০০ টাকা করা হয়৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক থেকেও একবারে ২০০০ টাকা অদলবদল করা যাবে৷ তবে আগের ঘোষণা অনুযায়ী চলতি বছর ৩০ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আড়াই লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিতে পারবেন৷ যা ট্যাক্সের আওতায় পড়বে না৷

Advertisement

এছাড়া এটিএম থেকে প্রতিদিন আড়াই হাজার টাকা তোলায় কোনও বদল আসেনি৷ পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত পেট্রোল পাম্প, হাসপাতাল, বিদ্যুতের বিল দেওয়ার ক্ষেত্রে পুরনো নোট ব্যবহার করা যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement