Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

জাতীয় নিরাপত্তায় আপস! মহুয়ার বিরুদ্ধে এবার আসরে অনুরাগ, পালটা তৃণমূল সাংসদের

টাকার বদলে প্রশ্নের অভিযোগ প্রমাণ করতে না পেরেই নতুন অভিযোগ, বলছেন মহুয়া।

No evidence by the BJP to back the 'fake allegation
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2023 10:24 am
  • Updated:October 29, 2023 10:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্নের পর এবার জাতীয় নিরাপত্তায় আপস করার অভিযোগ। মহুয়াকে চাপে ফেলতে নয়া ইস্যু তুলে আনছে বিজেপি। এবার আবার আসরে নেমেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্য পালটা দিতে ছাড়েননি মহুয়াও।

আসলে মহুয়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। তৃণমূল (TMC) সাংসদ স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি তিনি দিয়েছিলেন। তবে তাঁর দাবি, সংসদের রুল বুকে কোথাও লেখা নেই যে সংসদের লগ ইন আইডি অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য সব সাংসদদের লগ ইন আইডি-ই একাধিক ব্যক্তি ব্যবহার করেন।

Advertisement

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

কিন্তু অনুরাগের দাবি, এভাবে অন্য কাউকে সংসদের লগ ইন আইডি দেওয়াটা জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা। দ্রুত এই ব্যাপারে যথাযথ তদন্ত হওয়া উচিত। মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে মূল অভিযোগ যিনি করেছিলেন, সেই নিশিকান্ত দুবেও ফের এই ইস্যুতে সরব হন। তাঁর দাবি, কাউকে সংসদের লগ ইন আইডি দিয়ে দেওয়া মানে এনআইসির সঙ্গে করা চুক্তিভঙ্গ করা।

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

কিন্তু কোনও অভিযোগকেই পাত্তা দিতে নারাজ মহুয়া। নিজের এক্স হ্যান্ডেলে পালটা দুই বিজেপিকে নেতাকে বিঁধে তিনি লিখেছেন, টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ প্রমাণ করতে না পেরেই বিজেপি (BJP) আবার নতুন অভিযোগ করছে। টাকার বদলে প্রশ্ন করার অভিযোগের কোনও প্রমাণ বিজেপির কাছে নেই। আর যদি জাতীয় নিরাপত্তার কথাই বলা হয়, তাহলে আদানিদের অন্যায়ভাবে বন্দরের চুক্তি পাইয়ে দেওয়াটাও জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা। তাছাড়া প্রত্যেক সাংসদের লগ ইন আইডিই অন্তত ১০ জন ব্যবহার করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement