সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির মামলার শুনানি হবে জানুয়ারিতে৷ সেকথা আগেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তবে অখিল ভারত হিন্দু মহাসভা পালটা দিয়ে জানুয়ারির আগেই রাম মন্দির মামলার শুনানির আবেদন জানায়৷ সোমবার এই সিদ্ধান্তে অনড় থাকলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ খারিজ করে দেওয়া হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার দাবি।
গত ২৯ অক্টোবর শীর্ষ আদালত জানায়, অগ্রাধিকারের ভিত্তিতে বিচার করবে সুপ্রিম কোর্ট। সামনেই দীপাবলি ও বড়দিন। কাজের দিন কম থাকায় জানুয়ারিতেই ঠিক করা হবে রাম মন্দির মামলার শুনানির দিনক্ষণ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ সোমবারও সেকথাই জানায় অখিল ভারত হিন্দু মহাসভাকে৷
সর্বোচ্চ আদালতের এই নির্দেশে কার্যত বড়সড় ধাক্কা খায় হিন্দু মহাসভা। একদিকে আরএসএস এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের চাপ তো রয়েছে৷ আবার অন্যদিকে আগামী বছরের প্রায় শুরুতেই নির্বাচন৷ এই দুইয়ের জাঁতাকলে কোণঠাসা কেন্দ্র।
Supreme Court has rejected plea seeking early hearing in Ayodhya title suit in connection with Ram Janmabhoomi Babri Masjid case. pic.twitter.com/JHRmEqtdU6
— ANI (@ANI) November 12, 2018
কয়েকদিন আগেই সপ্তাহব্যাপী সম্মেলন করে আরএসএস। নির্বাচনের আগেই রাম মন্দির গড়া নিয়ে জোরাল আন্দোলন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আরএসএস। আরএসএস প্রধান মোহন ভগবৎ আগেই বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব রাম মন্দির গড়া নিয়ে আইন আনতে হবে কেন্দ্রকে। রাম মন্দির মামলায় জানুয়ারিতে শুনানির দিনক্ষণ চূড়ান্ত করবে সুপ্রিম কোর্ট৷ বিশেষজ্ঞদের মতে, সেক্ষেত্রে চূড়ান্ত রায় আসতে আসতে হয়তো লোকসভা নির্বাচন পেরিয়ে যাবে।
এদিকে, নির্বাচনের আগে রাফালে, সিবিআই ইস্যু নিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরছে বিরোধীরা। অভিযোগ থেকে রেহাই পেতে হিন্দুত্বকে হাতিয়ার করেছে বিজেপি৷ সেক্ষেত্রে নির্বাচনের আগে হিন্দু ভোটে ঝুলি ভরাতে রাম মন্দির তৈরিই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। সোমবার সুপ্রিম কোর্টে অখিল ভারত হিন্দু মহাসভার আবেদন খারিজ হয়ে যাওয়ায় অনেকটাই বিপাকে শাসকদল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.