Advertisement
Advertisement

এখনই বাজারে আসছে না নতুন ১০০০ টাকার নোট

জানিয়ে দিল আরবিআই৷

No decision on new 1,000 rupee note: RBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 6:14 pm
  • Updated:December 7, 2016 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে বাজারে নতুন ১০০০ টাকার নোটের ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ ছবি দেখে সাধারণ মানুষ ধরেই নিয়েছিলেন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ১০০০ টাকার নতুন নোট৷ খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ ভেবেছিলেন বড় নোট ভাঙানোর সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন তাঁরা৷ কিন্তু এই রটনাকে দমিয়ে দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বুধবার জানিয়ে দেওয়া হল এই মুহূর্তে বাজারে আসছে না নতুন ১০০০ টাকার নোট৷

প্রসঙ্গত, গত নভেম্বর মাসের আট তারিখ নরেন্দ্র মোদি দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন৷ আর তখনই তিনি ঘোষণা করেন নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আসছে৷ এই ঘটনার পরই খুচরোর আকাল দেখা দেয় দেশজুড়ে৷ ২০০০ টাকার নতুন নোট হাতে পেলেও তা ভাঙাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন মানুষ৷ আর তখনই দেশে নতুন ১০০০ টাকার নোটের দাবি উঠতে থাকে৷ এই ঘটনার পরই আচমকা ভাইরাল হয়ে যায় নীল রঙের নতুন ১০০০ টাকার নোটের ছবি৷ নতুন ১০০০ টাকার নোট আসছে রটেও যায়৷ কিন্তু এই সমস্ত খবরকেই ভুঁয়া প্রমাণ করে আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই কেন্দ্রর তরফ থেকে নতুন ১০০০ টাকার নোট আনার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement