Advertisement
Advertisement
চিনা অ্যাপ

চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা নয়, লাদাখ ইস্যুতে দেশবাসীর আন্দোলনের মাঝে উলটো সুর কেন্দ্রের

গুগল বা অ্যাপেল প্লে স্টোরকে এরকম কোনও নির্দেশ দেয়নি বলে সাফ জানায় কেন্দ্র।

No chinese app will be blocked, Govt denies passing order to block Chinese apps
Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 21, 2020 8:11 pm
  • Updated:June 21, 2020 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে ভারতের যুদ্ধ যুদ্ধ আবহে গত এক মাস ধরেই চলছে চিনা অ্যাপ বয়কটের জিগির। কেন্দ্রের তরফ থেকেই বাতিল করা হচ্ছিল সেই চিনা অ্যাপগুলিকে। তবে এদিন সেই সমস্ত তথ্যকে অস্বীকার করে প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। এই খবরটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেয় তারা।

লাদাখ ইস্যুতে সম্প্রতি চিনা পণ্য (Chinese Product) বাতিলের ডাক দেওয়া হয়। তবে তারও আগে থেকে চিনা অ্যাপ ব্যবহারের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তিও ছড়িয়ে পড়ে । ন্যাশানাল ইনফরমেশন সেন্টারের লোগো দেওয়া সেই নোটিশে কিছু অ্যাপের নাম উল্লেখ করে লেখা রয়েছে যে, কেন্দ্রীয় সরকার এইসমস্ত অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে পিআইবি সেই নোটিশকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়ে জানায়, গুগল (Google) বা অ্যাপেল (Apple) প্লে স্টোরকে সেরকম কোনও নির্দেশই দেওয়া হয়নি কেন্দ্রের তরফ থেকে।

Advertisement

সূত্রের খবর, মাত্র কয়েকদিন আগেই অর্থনৈতিক দিক থেকে চিনকে কোণঠাসা করার নীতি নিয়েছিল কেন্দ্র। গ্রাহকদের তথ্য চুরির অভিযোগে মোবাইলে থাকা চিনা অ্যাপগুলি বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। টিকটক, জুমের মতো জনপ্রিয় ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ ছাড়াও ইউসি ব্রাউজার, জেন্ডার, শেয়ারইট, ক্লিন-মাস্টার’এর মতো বহুল প্রচলিত ৫২টি অ্যাপ অবিলম্বে দেশবাসীকে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। এই অ্যাপের সাহায্যে দেশের জনগনের সমস্ত গোপন তথ্য চুরি করা হচ্ছে বলে কেন্দ্রকে তা অবিলম্বে বন্ধ করার পরামর্শ দেয় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট। কর্তৃপক্ষের দাবি, স্মার্টফোনে থাকা এই সমস্ত অ্যাপের মাধ্যমে গ্রাহকের অনেক গোপন তথ্য দেশের বাইরে নিয়ে চলে যাওয়ার প্রমাণ মিলেছে। যদিও এই তালিকায় থাকা ‘জুম’, চিনা অ্যাপ নয়।

[আরও পড়ুন:‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের ভেন্টিলেটারগুলি বাংলায় পাঠানো হয়েছে’, বিস্ফোরক তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী]

করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই বিশ্বে একঘরে হতে শুরু করে চিন। এরপরেই লাদাখ ইস্যু সেই ক্ষোভের আগুনে ঘি ঢালে। ফলে চিনা পণ্য ব্যবহার বয়কটের দাবি আরও জোরালো হয়ে ওঠে। কয়েকজন বিজেপি নেতার মুখেও চিনা পন্য ব্যবহার করলে তার ফল ভোগের হুঁশিয়ারি দিতে শোনা যায়। তবে সারা দেশ উত্তপ্ত হলেও এই আবহে চিনা অ্যাপ ব্যবহারের বিষয়ে সম্পূর্ণ উলটো সুর গাইতে শুরু করে পিআইবি। তবে এই মত পরিবর্তনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাই নিয়ে ধন্ধে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন:সূর্যগ্রহণের দিনেই ফের ভূমিকম্প! কাঁপল উত্তর-পূর্ব ভারতের ৪ রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement