Advertisement
Advertisement
Coronavirus

‘করোনার ভ্যাকসিন হাতে না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায়, মাস্কই হাতিয়ার’, বার্তা প্রধানমন্ত্রীর

কোনওরকম ঢিলেমি নয়, করোনা থেকে নিরাপদে থাকতে দেশবাসীকে পরামর্শ মোদির।

'No carelessness till medicine found', PM Modi's messege to keep safe from coronavirus
Published by: Sayani Sen
  • Posted:September 12, 2020 8:15 am
  • Updated:October 5, 2020 9:03 pm

স্বাভাবিক জনজীবনে ফিরছে দেশ। অবশ্য করোনা সংক্রমণ লাগামহীন। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৭৭ হাজার  ৪৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ৯৯ হাজার  ৪৯৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৮৮৭ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.৪৬: ”যতদিন না ভ্যাকসিন হাতে আসে, ততদিন সামাজিক দূরত্ব বজায় আর মাস্ক পরাই করোনার বিরুদ্ধে মূল অস্ত্র।” আজ এক ভারচুয়াল অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোনও ঢিলেমি নয়, পরামর্শ তাঁর।   

Advertisement

রাত ১০.৩৪: রবিবার NEET পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস নামবে রাজ্যে। বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীদের। উদ্যোক্তা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাত ১০.০৫: মহারাষ্ট্রে উদ্বোধন হল নয়া  প্রকল্প – ‘আমার পরিবার, আমার দায়িত্ব’এর। কোভিড পরবর্তী পরিস্থিতিতে নিউ নর্মালে অভ্যস্ত হতে নাগরিকদের সাহায্য করবে এই প্রকল্প।

রাত ১০.০১: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৬৬৯ জন, মৃত্যু হয়েছে ১৪জনের।

রাত ৯.৫০: বাংলার পাশাপাশি অসমেও দুর্গাপুজোর তোড়জোড়। করোনা আবহে নিরাপদে পুজোর আয়োজন করতে ইতিমধ্য়ে প্রত্যেক জেলা প্রশাসনকে পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ অসমের স্বাস্থ্যমন্ত্রীর।

রাত ৯.৪২: মুম্বইতে নতুন করে ২৩২১জনের শরীরে মিলল করোনার জীবাণু। মৃত্যু হয়েছে ৪২ জনের। জানাল বৃহন্মুম্বই কর্পোরেশন। 

রাত ৯.৩২: ব্রিটেনে এই সপ্তাহান্তে পার্টি  না করার পরামর্শ বিশেষজ্ঞদের। Rules of Six বা একসঙ্গে ৬ জনের বেশি জড়ো হওয়া যাবে না, এই বিধি কড়াভাবে পালনের লক্ষ্যেই এই পরামর্শ।

রাত ৯.২৭: হিমাচল প্রদশের নতুন করে কোভিড পজিটিভ ৪৪৫, মৃত্যু হয়েছে ১ জনের।

রাত ৯: DCGI’এর অনুমতি পেলেই ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে, জানাল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

রাত ৮.২২: বাংলায় ফের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩১৬১, মৃত্যু হয়েছে ৫৯জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্য়া ২ লক্ষ ছুঁইছুঁই। 

রাত ৮.১৭:  কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯, ১৪০ জন। 

রাত ৮.১২: পুরুলিয়ার করোনা চিত্র উদ্বেগজনক। মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ২০০০। পুরুলিয়া ও ঝালদা পুরএলাকার কনটেনমেন্ট জোনের বাড়ি বাড়ি ঘুরে সকলের স্বাস্থ্যের খবর নিলেন জেলাশাসক রাহুল মজুমদার।

রাত ৮.১০: করোনা পরিস্থিতিতে কীভাবে মহালয়ার ভোরে তর্পণ হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে লালবাজারে। কী করা হবে, তা নিয়ে চলছে পরিকল্পনাও। একই দিনে বিশ্বকর্মা পুজোও। বিশ্বকর্মা পুজো উপলক্ষে যাতে কোনও বড় সাংস্কৃতিক অনুষ্ঠান না হয়, সেই বিষয়েও পুলিশ জোর দিচ্ছে।

রাত ৮.০০: করোনামুক্ত নেইমার, দলের সঙ্গে যোগ দিলেন প্র্যাকটিসে।

সন্ধে ৭. ৫৫: দিল্লিতে নতুন সংক্রমিত ৪৩২১ জন।

 

সন্ধে ৭. ৪০: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ‘ভ্যাকসিন’কে নিরাপদ বলে ফের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (MHRA)। শনিবারই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই ওষুধ পরীক্ষার পর জানানো হয়েছে, তা সম্পূর্ণ নিরাপদ। খবরে খুশি রাশিয়া। 

সন্ধে ৭. ৩৫: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৫০ জন।

সন্ধে ৭.২০: উত্তরাখণ্ডের ১,১১৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা।

 

সন্ধে ৭.০০: মণিপুরে নতুন করে সংক্রমিত ১৫২ জন। 

সন্ধে ৬. ৫২: জম্মু কাশ্মীরে নতুন করে আক্রান্ত ১,৬৯৮ জন।

সন্ধে ৬. ৪২: দমদমে নামা প্রতি বিমানযাত্রীকে ১৪ দিন সতর্ক থাকতে হবে। নিজের শারীরিক অবস্থা বিচার করে পদক্ষেপ করতে হবে। দুই সপ্তাহের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মী কিংবা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে বাধ্যতামূলকভাবে। নির্দেশিকা জারি বিমানবন্দরের।

সন্ধে ৬. ৩০: কেরলে নতুন করে আক্রান্ত ২,৮৮৫ জন।

সন্ধে ৬. ১৫: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে সংক্রমিত ৯, ৯০১ জন। 

সন্ধে ৬. ০১: হিমাচল প্রদেশে নতুন করে সংক্রমিত ১৮১ জন।

বিকেল ৫. ১৫: করোনা আক্রান্ত অভিনেত্রী হিমানী শিভপুরী।

বিকেল ৫. ০৮: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৪১৯ জন।

বিকেল ৪.৪৫: করোনা আক্রান্ত মহারাষ্ট্রের আরও ৪৮৫ জন পুলিশ কর্মী।

বিকেল ৪. ২০: কোভিড পজিটিভ মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভরতি তিনি ।

বিকেল ৪. ১০: করোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর আপ্ত-সহায়ক গৌরব গুপ্তা। আপাতত দুজনেই রয়েছেন হোম আইসোলেশনে।

দুপুর ৩.৪৫: উত্তর প্রদেশে একদিনে নতুন করে সংক্রমিত ৬, ৮৪৬ জন।

দুপুর ৩.২৪: গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃতের ৩৬ শতাংশই মহারাষ্ট্রের, বলছে পরিসংখ্যান।

দুপুর ৩.১৩: করোনা মুক্ত কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী শ্রীপদ নায়েক। 

দুপুর ৩.০০: বিহারে নতুন করে করোনা আক্রান্ত ১,৪২১ জন। 

দুপুর ২.৪০: দেশে প্রথম দিল্লি বিমানবন্দরে শুরু হল করোনা পরীক্ষা। 

দুপুর ২.২৭: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল করোনা পরীক্ষা।

দুপুর ১.৫২: ফিলিপিন্সে একদিনে মৃত্যু আরও ১৮৬ জন করোনা রোগীর।

দুপুর ১.৩৬: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ৬৪ জন।

বেলা ১২.৫৩: দেশের ৬৯ শতাংশ মৃত মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির বাসিন্দা।

বেলা ১২.৫০: পাঁচ রাজ্যেই মূলত করোনা আক্রান্ত ৬০ শতাংশ, জানাল স্বাস্থ্যমন্ত্রক।

বেলা ১২.৪৫: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৩৩ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। জানাল স্বাস্থ্যমন্ত্রক।

বেলা ১২.৪০: লুধিয়ানায় মোবাইল টেস্টিং ভ্যানে করোনা পরীক্ষা। 

বেলা ১১.৫৮: ওড়িশায় আক্রান্ত আরও ৩ হাজার ৭৭৭ জন।

বেলা ১১.২০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩৯ জন।

সকাল ১০.২৩: গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৫১ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ ৮৯ হাজার ২২৬ জনের, জানাল ICMR। 

সকাল ৯.২৬: দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭ হাজার ৫৭০ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৪৬ লক্ষের গণ্ডি। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২০১ জন। 

সকাল ৯: মাস্ক না পরায় গত আটদিনে ২৭ হাজার ৯৮৯ জনের জরিমানা করল পুণে পুলিশ।

সকাল ৮.৩৪: ব্রাজিলে মৃতের সংখ্যা পেরল ১ লক্ষ ৩০ হাজারের গণ্ডি।

সকাল ৭.৫৯: মিজোরামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৭৯।

সকাল ৭.০২: আজ থেকে চলবে ৪০ জোড়া বিশেষ ট্রেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement