স্বাভাবিক জনজীবনে ফিরছে দেশ। অবশ্য করোনা সংক্রমণ লাগামহীন। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৪৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ৯৯ হাজার ৪৯৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৮৮৭ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৪৬: ”যতদিন না ভ্যাকসিন হাতে আসে, ততদিন সামাজিক দূরত্ব বজায় আর মাস্ক পরাই করোনার বিরুদ্ধে মূল অস্ত্র।” আজ এক ভারচুয়াল অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোনও ঢিলেমি নয়, পরামর্শ তাঁর।
রাত ১০.৩৪: রবিবার NEET পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস নামবে রাজ্যে। বিনামূল্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীদের। উদ্যোক্তা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাত ১০.০৫: মহারাষ্ট্রে উদ্বোধন হল নয়া প্রকল্প – ‘আমার পরিবার, আমার দায়িত্ব’এর। কোভিড পরবর্তী পরিস্থিতিতে নিউ নর্মালে অভ্যস্ত হতে নাগরিকদের সাহায্য করবে এই প্রকল্প।
Maharashtra Government to launch ‘My Family, My Responsibility’ Campaign from 15 September, 2020 in order to motivate maximum number of people to adopt a new lifestyle for effective COVID control.#MyFamilyMyResponsibility #LivingWithCorona pic.twitter.com/t1txE9FXSc
— माझी Mumbai, आपली BMC (@mybmc) September 12, 2020
রাত ১০.০১: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৬৬৯ জন, মৃত্যু হয়েছে ১৪জনের।
1,669 new #COVID19 cases and 14 deaths reported in Rajasthan in the last 24 hours, taking the total number of cases in the state to 1,00,705 including 1,221 deaths, 82,902 recoveries & 16,582 active cases: State Health Department pic.twitter.com/CT2RBNzHRk
— ANI (@ANI) September 12, 2020
রাত ৯.৫০: বাংলার পাশাপাশি অসমেও দুর্গাপুজোর তোড়জোড়। করোনা আবহে নিরাপদে পুজোর আয়োজন করতে ইতিমধ্য়ে প্রত্যেক জেলা প্রশাসনকে পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ অসমের স্বাস্থ্যমন্ত্রীর।
For Assam & West Bengal, Durga Puja is big. If we celebrate in the way we used to, it’ll bring catastrophe. So we’re requesting all Dist Collectors to talk to Puja committees to tone it down, only to the extent of observing religious rituals, nothing beyond that: Assam Health Min pic.twitter.com/VCcZP9DmHQ
— ANI (@ANI) September 12, 2020
রাত ৯.৪২: মুম্বইতে নতুন করে ২৩২১জনের শরীরে মিলল করোনার জীবাণু। মৃত্যু হয়েছে ৪২ জনের। জানাল বৃহন্মুম্বই কর্পোরেশন।
2,321 new #COVID19 cases & 42 deaths reported in Mumbai today. The total number of positive cases increases to 1,67,608 in Mumbai, including 29,131 active cases, 1,30,016 recovered cases & 8,106 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC). #Maharashtra pic.twitter.com/oODfTrQg8V
— ANI (@ANI) September 12, 2020
রাত ৯.৩২: ব্রিটেনে এই সপ্তাহান্তে পার্টি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। Rules of Six বা একসঙ্গে ৬ জনের বেশি জড়ো হওয়া যাবে না, এই বিধি কড়াভাবে পালনের লক্ষ্যেই এই পরামর্শ।
রাত ৯.২৭: হিমাচল প্রদশের নতুন করে কোভিড পজিটিভ ৪৪৫, মৃত্যু হয়েছে ১ জনের।
Himachal Pradesh detects 445 new #COVID19 positive cases and 1 death (due to non-COVID reason) in the last 24 hours, taking the total number of positive cases in the state to 9,229 including 3,194 active cases, 5,947 recoveries and 71 deaths: State Health Department pic.twitter.com/O107uesQHp
— ANI (@ANI) September 12, 2020
রাত ৯: DCGI’এর অনুমতি পেলেই ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে, জানাল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
Once DCGI (Drugs Controller General of India) gives us permission to restart the trials in India, we will resume the trials: Serum Institute of India https://t.co/M4VKscfyJk pic.twitter.com/uojHTMJIZS
— ANI (@ANI) September 12, 2020
রাত ৮.২২: বাংলায় ফের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩১৬১, মৃত্যু হয়েছে ৫৯জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্য়া ২ লক্ষ ছুঁইছুঁই।
রাত ৮.১৭: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯, ১৪০ জন।
9,140 new #COVID19 cases and 94 deaths reported in Karnataka in the last 24 hours. There are 4,49,551 cases in the State now, including 3,44,556 discharges and 97,815 active cases: State Health Department pic.twitter.com/2AQJWBD48p
— ANI (@ANI) September 12, 2020
রাত ৮.১২: পুরুলিয়ার করোনা চিত্র উদ্বেগজনক। মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ২০০০। পুরুলিয়া ও ঝালদা পুরএলাকার কনটেনমেন্ট জোনের বাড়ি বাড়ি ঘুরে সকলের স্বাস্থ্যের খবর নিলেন জেলাশাসক রাহুল মজুমদার।
রাত ৮.১০: করোনা পরিস্থিতিতে কীভাবে মহালয়ার ভোরে তর্পণ হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে লালবাজারে। কী করা হবে, তা নিয়ে চলছে পরিকল্পনাও। একই দিনে বিশ্বকর্মা পুজোও। বিশ্বকর্মা পুজো উপলক্ষে যাতে কোনও বড় সাংস্কৃতিক অনুষ্ঠান না হয়, সেই বিষয়েও পুলিশ জোর দিচ্ছে।
রাত ৮.০০: করোনামুক্ত নেইমার, দলের সঙ্গে যোগ দিলেন প্র্যাকটিসে।
সন্ধে ৭. ৫৫: দিল্লিতে নতুন সংক্রমিত ৪৩২১ জন।
Delhi reports 4,321 new #COVID19 cases and 28 deaths in last 24 hours; 3,141 people recovered/discharged/migrated.
Total cases in the national capital rise to 2,14,069 including 4,715 deaths and 1,81,295 recovered/discharged/migrated. Active cases at 28,059: Government of Delhi pic.twitter.com/u0eNfXneBS
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৭. ৪০: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ‘ভ্যাকসিন’কে নিরাপদ বলে ফের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (MHRA)। শনিবারই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই ওষুধ পরীক্ষার পর জানানো হয়েছে, তা সম্পূর্ণ নিরাপদ। খবরে খুশি রাশিয়া।
Delighted that AstraZeneca has resumed trials. Suspension of trials clearly showed fallacy of the approach, when entire countries exclusively rely on novel & untested platforms when choosing a vaccine for widespread use: Kirill Dmitriev, CEO, Russian Direct Investment Fund (RDIF)
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৭. ৩৫: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৫০ জন।
Chandigarh reports 250 new #COVID19 cases today, taking the total cases here to 7,542 including 89 deaths and 4,864 discharges: Chandigarh health department pic.twitter.com/CDhxwSknBj
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৭.২০: উত্তরাখণ্ডের ১,১১৫ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা।
Uttarakhand reports 1115 new #COVID19 cases and 603 discharges today. COVID tally in the state rises to 30,336, including 402 deaths and 20,031 recovered: State Control Room pic.twitter.com/aTYxYlcHZe
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৭.০০: মণিপুরে নতুন করে সংক্রমিত ১৫২ জন।
152 new #COVID19 cases, 100 recovered cases & one death reported in Manipur over the last 24 hours. Total number of cases in the state stands at 7,731 so far, including 1,584 active cases, 6,102 recovered cases & 45 deaths: State Health Department, Govt of Manipur pic.twitter.com/UPrdffc0n9
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৬. ৫২: জম্মু কাশ্মীরে নতুন করে আক্রান্ত ১,৬৯৮ জন।
1,698 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 838 from Jammu division and 860 from Kashmir division. Total number of cases now at 52,410 including 16,261 active cases, 35,285 recoveries and 864 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/oLSYlmm91R
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৬. ৪২: দমদমে নামা প্রতি বিমানযাত্রীকে ১৪ দিন সতর্ক থাকতে হবে। নিজের শারীরিক অবস্থা বিচার করে পদক্ষেপ করতে হবে। দুই সপ্তাহের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মী কিংবা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে বাধ্যতামূলকভাবে। নির্দেশিকা জারি বিমানবন্দরের।
সন্ধে ৬. ৩০: কেরলে নতুন করে আক্রান্ত ২,৮৮৫ জন।
Kerala reports 2,885 new #COVID19 positive cases today. Active cases now at 28,802, while 75,848 patients have recovered so far: Kerala Government pic.twitter.com/L7LcZF4RQs
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৬. ১৫: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে সংক্রমিত ৯, ৯০১ জন।
9,901 new #COVID19 cases reported in Andhra Pradesh today. Total cases in the state rise to 5,57,587 out of which 95,733 are active. Total recoveries stand at 4,57,008: the death toll is at 4,846: State Health Department pic.twitter.com/1si2OWkcVf
— ANI (@ANI) September 12, 2020
সন্ধে ৬. ০১: হিমাচল প্রদেশে নতুন করে সংক্রমিত ১৮১ জন।
Himachal Pradesh records 181 new #COVID19 cases & 104 recoveries since 9 pm yesterday, taking the total positive cases in the state to 8,965 so far, including 2,950 active cases, 5,928 recoveries, and 70 deaths: State Health Department, Himachal Pradesh pic.twitter.com/sCGoimQ9Qo
— ANI (@ANI) September 12, 2020
বিকেল ৫. ১৫: করোনা আক্রান্ত অভিনেত্রী হিমানী শিভপুরী।
বিকেল ৫. ০৮: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৪১৯ জন।
419 new #COVID19 cases, 455 discharges, and 5 deaths reported in Puducherry today, taking the total number of cases to 19,439 including 14,238 discharges, 4,831 active cases & 370 deaths: Health Department, Govt of Puducherry pic.twitter.com/ayPjUF4Yei
— ANI (@ANI) September 12, 2020
বিকেল ৪.৪৫: করোনা আক্রান্ত মহারাষ্ট্রের আরও ৪৮৫ জন পুলিশ কর্মী।
485 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 1 died in the last 24 hours, taking the total number of infections in the force to 18,890 including 3,729 active cases, 14,975 recovered cases and 186 deaths: Maharasthra Police pic.twitter.com/Wtolaxg8kb
— ANI (@ANI) September 12, 2020
বিকেল ৪. ২০: কোভিড পজিটিভ মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভরতি তিনি ।
বিকেল ৪. ১০: করোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর আপ্ত-সহায়ক গৌরব গুপ্তা। আপাতত দুজনেই রয়েছেন হোম আইসোলেশনে।
দুপুর ৩.৪৫: উত্তর প্রদেশে একদিনে নতুন করে সংক্রমিত ৬, ৮৪৬ জন।
1,40,562 samples were tested in the state yesterday. A total of 73,58,471 samples tested so far in Uttar Pradesh: UP Principal Health Secretary Amit Mohan Prasad https://t.co/KkFhk2gU3l
— ANI UP (@ANINewsUP) September 12, 2020
দুপুর ৩.২৪: গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃতের ৩৬ শতাংশই মহারাষ্ট্রের, বলছে পরিসংখ্যান।
দুপুর ৩.১৩: করোনা মুক্ত কেন্দ্রীয় আয়ুশমন্ত্রী শ্রীপদ নায়েক।
Goa: Union AYUSH Minister Shripad Naik discharged from hospital in Panaji today after being admitted for #COVID19, for a month. pic.twitter.com/sX7a5HAzrL
— ANI (@ANI) September 12, 2020
দুপুর ৩.০০: বিহারে নতুন করে করোনা আক্রান্ত ১,৪২১ জন।
1,421 fresh #COVID19 positive cases reported today in Bihar, taking the total count of active cases in the state to 16,610: Health Department, Government of Bihar pic.twitter.com/G1fnkIqvfZ
— ANI (@ANI) September 12, 2020
দুপুর ২.৪০: দেশে প্রথম দিল্লি বিমানবন্দরে শুরু হল করোনা পরীক্ষা।
Delhi International Airport Limited (DIAL) launched country’s first airport #COVID19 testing facility at Indira Gandhi International Airport, today. pic.twitter.com/qrVKJty0CP
— ANI (@ANI) September 12, 2020
দুপুর ২.২৭: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল করোনা পরীক্ষা।
Delhi International Airport Limited (DIAL) launched country’s first airport #COVID19 testing facility at Indira Gandhi International Airport, today. pic.twitter.com/qrVKJty0CP
— ANI (@ANI) September 12, 2020
দুপুর ১.৫২: ফিলিপিন্সে একদিনে মৃত্যু আরও ১৮৬ জন করোনা রোগীর।
দুপুর ১.৩৬: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ৬৪ জন।
Himachal Pradesh records 64 new #COVID19 positive cases & 70 recoveries today, taking the total cases in the state to 8,848 including 2,867 active cases, 5,894 recoveries, and 70 deaths: State Health Department pic.twitter.com/YmQfnNuSsf
— ANI (@ANI) September 12, 2020
বেলা ১২.৫৩: দেশের ৬৯ শতাংশ মৃত মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির বাসিন্দা।
In past 24 hrs, 1,201 deaths registered. 36% of deaths reported y’day are from Maharashtra with 442 deaths followed by Karnataka with 130 deaths. Of total deaths, 69% deaths concentrated in 5 States/UT-Maharashtra, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh & Delhi: Ministry of Health pic.twitter.com/vIHg6F1Meb
— ANI (@ANI) September 12, 2020
বেলা ১২.৫০: পাঁচ রাজ্যেই মূলত করোনা আক্রান্ত ৬০ শতাংশ, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
97,570 cases added in the last 24 hours in the country. Maharashtra has over 24,000 new cases. Andhra Pradesh & Karnataka both have contributed over 9,000.
60% of total cases reported from 5 states. These states also reported maximum recoveries in past 24 hrs: Ministry of Health pic.twitter.com/4O6gyW6BYC— ANI (@ANI) September 12, 2020
বেলা ১২.৪৫: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৩৩ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Highest single-day recoveries of 81,533 registered in last 24 hrs. 60% of total recovered cases reported from 5 states-Maharashtra, Tamil Nadu, Andhra Pradesh, Karnataka & UP. Total recoveries have crossed 36 lakhs (3,624,196) taking the Recovery Rate to77.77%: Ministry of Health pic.twitter.com/hV5a0nyq5g
— ANI (@ANI) September 12, 2020
বেলা ১২.৪০: লুধিয়ানায় মোবাইল টেস্টিং ভ্যানে করোনা পরীক্ষা।
Punjab: Mobile testing vans by state govt are operating at several locations in Ludhiana for #COVID19 testing. A healthcare staff says, “4 such vans are running across the city to ensure easy accessibility by all. Tests are done free of cost. Test reports are provided instantly” pic.twitter.com/XcONFK34oT
— ANI (@ANI) September 12, 2020
বেলা ১১.৫৮: ওড়িশায় আক্রান্ত আরও ৩ হাজার ৭৭৭ জন।
Odisha reported 3,777 new #COVID19 cases, 4,061
recoveries and 11 deaths on September 10, taking the total number of positive cases in the state to 1,46,894
including 1,12,062 recoveries, 34,163 active cases and 616 deaths: State Health Department— ANI (@ANI) September 12, 2020
বেলা ১১.২০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩৯ জন।
739 new #COVID19 cases and 7 deaths reported in Rajasthan in the last 24 hours, taking the total number of cases in the state to 99,775 including 1,214 deaths, 81,978 recoveries & 16,583 active cases: State Health Department pic.twitter.com/RHyoHEhltO
— ANI (@ANI) September 12, 2020
সকাল ১০.২৩: গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৫১ জনের। এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ ৮৯ হাজার ২২৬ জনের, জানাল ICMR।
5,51,89,226 total number of samples tested in India for #COVID19 upto September 11 and 10,91,251 samples tested in the last 24 hours: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/achT6UAHOU
— ANI (@ANI) September 12, 2020
সকাল ৯.২৬: দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭ হাজার ৫৭০ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৪৬ লক্ষের গণ্ডি। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২০১ জন।
India’s #COVID19 case tally crosses 46 lakh mark with a spike of 97,570 new cases & 1,201 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 46,59,985 including 9,58,316 active cases, 36,24,197 cured/discharged/migrated & 77,472 deaths: Ministry of Health pic.twitter.com/4CV2n6gV7K
— ANI (@ANI) September 12, 2020
সকাল ৯: মাস্ক না পরায় গত আটদিনে ২৭ হাজার ৯৮৯ জনের জরিমানা করল পুণে পুলিশ।
সকাল ৮.৩৪: ব্রাজিলে মৃতের সংখ্যা পেরল ১ লক্ষ ৩০ হাজারের গণ্ডি।
সকাল ৭.৫৯: মিজোরামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৭৯।
The total number of #COVID19 cases in Mizoram stands at 1,379 including 589 active cases and 790 discharged: State Government pic.twitter.com/wXCaaM6Tlz
— ANI (@ANI) September 12, 2020
সকাল ৭.০২: আজ থেকে চলবে ৪০ জোড়া বিশেষ ট্রেন।
Delhi: Indian Railways will start 40 pairs of special trains from today; visuals from New Delhi Railway Station. pic.twitter.com/DUAAdJF8kc
— ANI (@ANI) September 12, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.