Advertisement
Advertisement
Madhya Pradesh

বিজেপিকে ভোট না দেওয়ায় মিলছে না সরকারি নলকূপের জল! বিতর্ক মধ্যপ্রদেশে

'বিজেপির নিষ্ঠুরতা' নিয়ে তোপ বিরোধীদের।

No BJP Vote No Water? Shocking Claim in MP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 22, 2023 4:38 pm
  • Updated:November 22, 2023 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ নভেম্বর ভোট ছিল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্ব মিটলেও এখন বিজেপির (BJP) বিরুদ্ধে বড় অভিযোগ উঠছে। রাজ্যের অশোকনগর জেলায় নয়াখেড়া গ্রামে সরকারি গভীর নলকূপের জল পাচ্ছেন না গ্রামবাসীদের একাংশ। কেন? যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দেননি, অভিযোগ এমনটাই। ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠছে রাজ্যে। তোপ দেগেছে বিরোধীরা। তাদের বক্তব্য, গেরুয়া শিবির এতটাই নিষ্ঠুর।

মুঙ্গওয়ালি বিধানসভার মধ্যে পড়ে নয়াখেড়া গ্রাম। ওই বিধানসভার প্রার্থী রাজ্যের মন্ত্রী বীজেন্দ্র সিং যাদব। জল নিয়ে রাজনীতির কথা জেনে তাঁর প্রতিক্রিয়া, “আমি বুঝতে পারছি না নির্বাচনের পর এমন অভিযোগ উঠছে কেন।” আরও বলেন, “এগুলি সরকরি নলকূপ। গ্রামে চারটি নলকূপ করেছি। যাতে করে সমস্ত গ্রামাবাসী জল পায়।” যদিও স্থানীয়রা দাবি করছেন, দলীয় রং দেখে জল দেওয়া হচ্ছে।

Advertisement

 

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

শ্যাম বাই নামের এক মহিলা বলেন, “ওঁরা প্রশ্ন করছে বিজেপিকে ভোট দিয়েছি কি না। আমরা না বললে, জল তোলার মোটর বন্ধ করে দিচ্ছে।” এক নাবালিকার কথায়, “নলকূপের জল তোলা বন্ধ করে দিচ্ছে। মেশিন চালানো হচ্ছে রাতের দিকে। আমরা জানতেও পারছি না।” গ্রামবাসীদের অনেকেই বলছেন, “ফুলে (বিজেপির চিহ্ন পদ্মফুল) ছাপ দিয়েছি কি না জেনেই ওরা জল দিচ্ছে।”

 

[আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা গাজায়! হামাসের সঙ্গে চুক্তি ইজরায়েলের]

ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে নিন্দার মুখে পড়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তোপ দেগেছেন কংগ্রেস (Congress) নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা। তিনি বলেন, “বিজেপির চূড়ান্ত নিষ্ঠুরতা দেখুন। যারা ভোট দেয়নি ওদের, তাদের তৃষ্ণার্ত রেখে মারতে চায়।” আরও বলেন, “জনতা ওদের দুর্নীতি, অপশাসন ও নৃশংসতার জবাব দিয়েছে। যা মেনে নিতে পারছে না। সেই কারণেই এই সব করছে।” উল্লেখ্য, মধ্যপ্রদেশের নির্বাচনের ফল জানা যাবে ৪ ডিসেম্বর। সরকার বদলে কংগ্রেস ক্ষমতায় আসে কি না সেটাই দেখার। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement