Advertisement
Advertisement

Breaking News

Thackerays patch-up

‘ওসব শুধু আবেগের কথা’, উদ্ধব-রাজের পুনর্মিলনের জল্পনায় জল ঢাললেন রাউত?

জোট নিয়ে এখনও দুই শিবিরের আলোচনাই শুরু হয়নি।

No alliance yet, only emotional talk, Says Sanjay Raut on Thackerays' patch-up buzz
Published by: Subhajit Mandal
  • Posted:April 20, 2025 4:48 pm
  • Updated:April 20, 2025 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দশক পর ফের এক ছাতার তলায় আসতে চলেছেন ঠাকরেরা? বিবাদ ভুলে একজোট হবেন রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে? ইঙ্গিত দু’তরফ থেকেই মিলেছে। দুই ভাই-ই বলেছেন, মহারাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করতে বিশেষ আপত্তি তাঁদের নেই। তাতে আরও বেড়েছে দুই শিবিরের জোট জল্পনা। কিন্তু আচমকা সেই জোট জল্পনায় যেন ধাক্কা দিলেন শিব সেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বললেন, উদ্ধব ঠাকরে আর রাজ ঠাকরে এ পর্যন্ত যা যা বলেছেন, সবটাই আগের কথা। জোট নিয়ে এখনও দুই শিবিরের আলোচনাই শুরু হয়নি।

একদিন আগেই গতি পেয়েছে ঠাকরেদের পুনর্মিলনের জল্পনা। এক সাক্ষাৎকারে রাজ ঠাকরে বলেছেন, “উদ্ধব ও আমার মধ্যের ঝগড়া গৌণ-মহারাষ্ট্র এর চেয়ে অনেক বড় বিষয়। আমাদের বৃহত্তর চিত্রের দিকে তাকাতে হবে। সমস্ত মারাঠি জনগণকে একত্রিত করে একটিই রাজনৈতিক দল গঠন করা উচিত।” ভাইয়ের মুখে ঐক্যের কথা শুনে সেটাকে সমর্থন করেছেন উদ্ধবও। তিনিও এক সভায় বলেছেন, “আমি ছোটখাটো বিবাদ ভুলতে প্রস্তুত আছি। সমস্ত মারাঠি জনগণকে মহারাষ্ট্রের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি।”

Advertisement

কিন্তু সঞ্জয় রাউত বলছেন, ‘এসবই আবেগের কথা। এখনও আমাদের মধ্যে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি।’ তবে জোট জল্পনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। সঞ্জয় রাউত বলছেন, “রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে তো দুই ভাই। আমরা বহু বছর ধরে একসঙ্গে কাজ করেছি। দুই ভাই-ই ঠিক করবেন জোট নিয়ে। আমরা মেনে নিয়েছি, জোট নিয়ে উদ্ধবজি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা মেনে নেব।”

মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছে। বলা হচ্ছে, নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাকি বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিব সেনার উদ্ধব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আসলে সদ্যই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই অস্তিত্বের সংকটে। তাই অস্তিত্ব বাঁচাতে পুরনো পারিবারিক বিবাদে ঠাকরে পরিবার এক ছাতার তলায় চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub