সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে তামিলভূম থেকে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পর এবার বিজেপির সঙ্গ ত্যাগের সিদ্ধান্ত নিলেন এআইএডিএমকে সভাপতি ই পালানিস্বামী। শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে কোনওরকম জোট করবে না এআইএডিএমকে। তামিলভূমে চূড়ান্ত ব্যর্থতার দায় বিজেপি সভাপতি আন্নামালাইয়ের দিকে ঠেলে পালানিস্বামী বলেন, লোকসভা ভোটে বিজেপি যদি জোট করত তাহলে এত খারাপ ফল হত না।
২০২৪-এর লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে একটিও আসনও পায়নি এআইএডিএমকে। অভিযোগ উঠেছে, অতীতে বিজেপির সঙ্গে জোট করার জেরেই তামিলভূমে অস্তিত্ব সংকটে এআইএডিএমকে (AIADMK)। নিজেদের ভোট হারিয়েছে তারা। এবং সেই ভোট গিয়েছে বিজেপির ঘরে। লোকসভায় ব্যর্থতার কারণ খুঁজতে দলীয় নেতৃত্বকে নিয়ে শনিবার বৈঠকে বসেছিলেন দলের সভাপতি পালানিস্বামী। এর পর সাংবাদিক বৈঠকে সে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এবার বিজেপি যদি তাদের সঙ্গে জোট করত তাহলে বেশ কিছু আসন জেতা যেত। জোট না হওয়ার জেরেই এই খারাপ ফল।’ বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গেরুয়া শিবিরের সমালোচনা করে পালানিস্বামী বলেন, ‘তামিলনাড়ুতে আন্নামালাইয়ের মতো নেতাদের জন্যই বিজেপির খারাপ ফল। দেশের বহু রাজ্যের আন্নামালাইয়ের মতো অযোগ্য সভাপতি রয়েছেন। যদি যোগ্য সভাপতি থাকতেন তাহলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেত।’ একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ‘২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট না করে একাই লড়বে এআইএডিএমকে।’
এছাড়া অতীতে বিজেপির সঙ্গে জোট করে নিজের ঘরে নিজের ঘরে কুমির আনার যে উঠেছে তা অস্বীকার করে পালানিস্বামী বলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনের তুলনায় আমরা এবার ভালো ফল করেছি। ৫ বছরে এক শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে আমাদের। সংবাদমাধ্যম দেখাচ্ছে, বিজেপি তামিলনাড়ুতে এবার ভালো ফল করেছে তা সঠিক নয়। এবার বিজেপি এখানে যাদের সঙ্গে জোট করেছিল মিলিতভাবে এখানে এনডিএ’র ভোটের হার কমেছে। ২০১৪ সালে বিজেপি জোটের ভোট ছিল ১৮.৮০ শতাংশ। ২০২৪ সালে তা কমে হয়েছে ১৮.২৮। শুধু তাই নয়, ২০১৯ সালে ডিএমকের ভোট ছিল ৩৩.৫২ শতাংশ, এবার তা কমে হয়েছে ২৬.৯৩ শতাংশ।’
তবে পালানিস্বামী অভিযোগ ওড়ালেও বাস্তবে তামিলনাড়ুতে এআইএডিএমকে-এর ভোটে যে বিজেপির থাবা বসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, ডিএমকের ভোট শতাংশ কমেছে বলে পালানিস্বামী দাবি করলেও, লোকসভা নির্বাচনের ফল বলছে, এবার ৩৯ আসনের তামিলনাড়ুতে ডিএমকে পেয়েছে ২২ টি আসন, কংগ্রেস পেয়েছে ৯টি। সিপিএম ও সিপিআই যথাক্রমে ২টি করে মোট ৪টি আসন পেয়েছে। এআইএডিএমকে ও বিজেপি একটিও আসন পায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.