সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক স্বস্তি পেলেন শচীন পাইলট (Sachin Pilot) ও তাঁর শিবিরে থাকা বিধায়করা। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে স্পিকার কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়ে দিল রাজস্থান (Rajasthan) হাই কোর্ট। আগামী সোমবার সকাল ১০টা পর্যন্ত এ মামলার শুনানি মুলতুবি করা হয়েছে। উল্লেখ্য, স্পিকারের দেওয়া বরখাস্তের নোটিসের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয় পাইলট শিবির। এদিন রাতেই বিধায়ক কেনাবেচার কথোপকথনের যে অডিও ভাইরাল হয়েছে, সেই সূত্র ধরে সঞ্জয় জৈনকে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশ।
এদিন, পাইলট শিবিরের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে এবং মুকুল রোহতগি। তাঁদের দাবি, বিধানসভার বাইরের কোনও কর্মকাণ্ডের জন্য দলত্যাগ আইনে চাপানো যায় না। অপদিকে স্পিকারের তরফে হাজির ছিলেন অভিষেক মনু সিংভি। তিনি অবশ্য পালটা যুক্তি খাঁড়া করেন। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। হাই কোর্টের বিচারপতি জানিয়ে দেন, আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।
Hearing before Assembly Speaker (on notice issued to Sachin Pilot & other MLAs) that was scheduled to be held today has been deferred till 5:30 pm Tuesday. No action can be taken against MLAs till then: Lawyer Prateek Kasliwal, who is representing Speaker CP Joshi at Rajasthan HC pic.twitter.com/s41iNiPDAt
— ANI (@ANI) July 17, 2020
এদিকে শুক্রবার সন্ধে বেলায় হরিয়াণায় পাইলট শিবিরের রিসর্টে যায় রাজস্থান পুলিশের বিশেষ জল। কিন্তু প্রাথমিকভাবে সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে খবর। যদিও পরে মানেসরের সেই রিসর্টে ঢোকেন পুলিশ আধিকারিকরা। কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছে। তাঁর খোঁজেই এদিন রাজস্থান পুলিশ হরিয়াণা যায় বলে খবর। গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলে এবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) ও বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ভাঁওয়ার লাল শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস। অভিযোগ, বিদ্রোহী বিধায়কের সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী টাকা লেনদেন করে রাজস্থানে অশোক গেহলটের (Ashok Gehlot) গদি ফেলতে চেয়েছিল। ইতিমধ্যেই কংগ্রেস দুই বিদ্রোহী বিধায়ক ভাঁওয়ার লাল শর্মা এবং বিশ্বেন্দ্র সিংকে পার্টি থেকে বরখাস্ত করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.