Advertisement
Advertisement
Shatrughan Sinha

মমতার মতো বিরোধী শিবিরের প্রথম সারিতে চলে এলেন নীতীশ কুমারও, বলছেন শত্রুঘ্ন সিনহা

প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত ইচ্ছা রয়েছে নীতীশেরও।

Nitish now in front row along with Mamata Banerjee to take on BJP: Shatrughan Sinha | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2022 7:02 pm
  • Updated:August 10, 2022 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে জোর ধাক্কা দিয়ে বিরোধী শিবিরের প্রথম সারিতে চলে এসেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। এমনটাই মনে করছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। আসানসোলের সাংসদ মনে করছেন, নীতীশ যেভাবে বিজেপিকে তাঁদেরই অস্ত্রে বধ করেছেন তাতে দেশ থেকে মোদি রাজ খতম করার লড়াইয়ে প্রথম সারিতে উঠে এলেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের অধিকাংশ আঞ্চলিক দলের নেতারা মমতাকে বিরোধী শিবিরের অন্যতম নেত্রী হিসাবে মেনেও নিয়েছেন। আপাতত রাজ্যের বাইরে সংগঠনও বাড়াচ্ছে তৃণমূল। এরাজ্যের শাসকদলের নেতারাও বারবার বুঝিয়ে দিয়েছেন, ২৪-এর লড়াইয়ে সম্মিলিত বিরোধী শিবিরের নেতা হিসাবে মমতাকেই চাইছেন তাঁরা। কিন্তু সেই তৃণমূলেরই সাংসদ এবার ইঙ্গিত দিলেন, মমতার পাশাপাশি নীতীশও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেবেন।

Advertisement

[আরও পড়ুন: কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পর এবার প্রিকশান ডোজে নেওয়া যাবে কোর্বেভ্যাক্সও, ছাড়পত্র কেন্দ্রের]

শত্রুঘ্ন বললেন, “নিজের সাহসী সিদ্ধান্তের জন্য নীতীশ কুমার আজ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির নেতা হিসাবে উঠে এসেছেন। মমতা ও অন্যান্য নেতার মতো তিনিও দেশ থেকে মোদিরাজ খতম করার কাজে অগ্রণী ভূমিকা নেবেন।” তৃণমূল (TMC) সাংসদ বলছেন,”বাংলার খেলার পর বিহারের খেলা বিজেপিকে উচিত শিক্ষা দিল। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে বিজেপি যেটা করেছে, সেটাই বিহারে বিজেপিকে ফেরত দিলেন নীতীশ।”

[আরও পড়ুন: পয়গম্বর বিতর্ক: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার]

তবে ২০২৪ লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে বিরোধীদের মুখ কে হবেন, সেটা এখনই খোলসা করতে নারাজ বিহারী বাবু। তিনি জানিয়েছেন, ভারতের মানুষ এবং বিরোধী শিবিরের নেতারা একেবারে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন। তবে শত্রুঘ্ন (Shatrughan Sinha) এদিন বুঝিয়ে দিয়েছেন, বিরোধী শিবিরে নাম লেখানোয় ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের নেতৃত্ব দেওয়ার অন্যতম দাবিদার হয়ে গেলেন নীতীশ কুমার। নীতীশ নিজেও এদিন তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই তিনি মোদির উদ্দেশে হুঙ্কার ছেড়েছেন, ২০১৪ তো জিতে গিয়েছেন। এবার ২০২৪-এর জন্য প্রস্তুত হন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement