Advertisement
Advertisement
Nitish meets

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, নীতীশের NDA প্রত্যাবর্তনের জল্পনা, ‘খাপ্পা’ চিরাগ পাসওয়ান

হঠাৎ কেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার?

Nitish meets Rajya Sabha Deputy Chairman amid specukations of his return to NDA
Published by: Subhajit Mandal
  • Posted:July 6, 2023 10:51 am
  • Updated:July 6, 2023 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে তিনি পরিচিত ‘পল্টুরাম’ হিসাবে। স্বাভাবিকভাবেই তাঁর প্রতিটি পদক্ষেপ সবসময় থাকে আতস কাঁচের নিচে। সেই নীতীশ কুমারকে (Nitish Kumar) নিয়ে ফের জল্পনা। এমনিতে নীতীশ এই মুহূর্তে দেশজুড়ে বিজেপি (BJP) বিরোধী জোটের অন্যতম মুখ। কিন্তু মহারাষ্ট্রে এনসিপিতে (NCP) ভাঙনের পর হঠাত করেই তাঁর এনডিতে যোগদানের জল্পনা শোনা যাচ্ছে।

আসলে মহারাষ্ট্রের পর বিজেপির নজর এখন বিহারে। সুশীল মোদির (Sushil Modi) মতো বিজেপি নেতা পষ্টাপষ্টি বলছেন, নীতীশের দল এবার আড়াআড়ি ভাঙবে। সব বিধায়ক-সাংসদরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ভাঙনের আশঙ্কা যে রয়েছে সেটা অস্বীকার করছে না জেডিইউ-ও। দলের তরফে অভিযোগ করা হয়েছে, মহারাষ্ট্রের মডেলে বিহারেও থাবা বসাতে চাইছে বিজেপি (BJP)। ভাঙনের আশঙ্কা থেকেই নীতীশ কুমার নিজের দলের বিধায়ক এবং সাংসদদের সঙ্গে দেখা করা শুরু করেছেন। প্রত্যেক সাংসদ এবং বিধায়কের সঙ্গে সামনাসামনি বৈঠক করছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা লিগের শুরুতেই জয়, প্রথম ম্যাচেই পাঠচক্রকে হারাল মোহনবাগান]

এসবের মধ্যে আবার জল্পনা শুরু হয়েছে, দল বাঁচাতে নীতীশ ফের সদলবলে যোগ দিতে পারেন এনডিএ-তে। সেই জল্পনা আবার উসকে গিয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সঙ্গে তাঁর সাক্ষাতের পর। হরিবংশ এমনিতে জেডিইউ (JDU) সদস্য হলেও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হওয়ার দরুন বিজেপির সঙ্গে দারুন সখ্য তাঁর। ইদানিং জেডিইউয়ের থেকে বিজেপি (BJP) নেতাদের সঙ্গেই বেশি দেখা যায় তাঁকে। এমনকী কদিন আগে জেডিইউ যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন জেডিইউ বয়কট করলেও হরিবংশ উপস্থিত ছিলেন। এ হেন নেতার সঙ্গে নীতীশের সাক্ষাতের পর প্রশ্ন ওঠা শুরু করেছে তবে কি মোদি-শাহের কোনও বার্তা নিয়ে এলেন হরিবংশ?

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নওশাদের! থানায় তরুণী]

নীতীশ এনডিএ-তে প্রত্যাবর্তন করতে পারেন, এই সম্ভাবনার কথা শোনা যেতেই বিজেপির বর্তমান জোটসঙ্গীরা আবার ক্ষুব্ধ। চিরাগ পাসওয়ান যেমন বলে দিচ্ছেন, বিজেপিকে ঠিক করতে হবে, তাঁরা ৩-৫টি জোটসঙ্গী চায়, নাকি নীতীশকে চায়। চিরাগের সাফ বার্তা, নীতীশ এনডিএ-তে ফিরলে তিনি থাকবেন না। আরও একাধিক ছোট জোট শরিক হারাবে বিজেপি। যদিও জেডিইউয়ের তরফে এনডিএ-তে প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। দলের তরফে বলা হচ্ছে, এনডিএ-তে ফেরার প্রশ্নই ওঠে না। বিজেপি অকারণে সংশয় তৈরির চেষ্টা করছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement