সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি অনুদানের পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জোট শরিক চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সরকারের জন্য ‘কল্পতরু’ হয়েছেন তিনি। কিন্তু বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নীতীশ কুমারের প্রতিক্রিয়া প্রকাশ্যে এল। এবং তা বেশ ‘রহস্যময়’। বর্ষীয়ান জেডিইউ নেতাকে বলতে শোনা গিয়েছে, ”সব কিছুই ধীরে ধীরে জানতে পারবেন।”
নীতীশ বলেছেন, ”আমি ক্রমাগত স্পেশাল স্টেটাসের কথা বলে এসেছি। হয় স্পেশাল স্টেটাস, নয় স্পেশাল প্যাকেজ চেয়েছি। ওরা অনেক কিছুই ঘোষণা করেছে। আমরা স্পেশাল স্টেটাসের কথা বলায় অনেকে বলেছেন এই ব্যাপারটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাই তার পরিবর্তে বিহারকে সাহায্য করা উচিত।” এর পরই বিহারকে স্পেশাল স্টেটাস না দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ”সব কিছুই ধীরে ধীরে জানতে পারবেন।”
নীতীশ কুমার (Nitish Kumar) এনডিএ সরকারের যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছিল, এবারে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব হবেন তিনি। গতকাল, সোমবারই জোটসঙ্গী জেডিইউ সে দাবি করেওছিল। জেডিইউয়ের সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে জানতে চান, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের আছে কিনা। তাতে নির্মলার লিখিত জবাব, “এখনই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়।” এর প্রতিক্রিয়ায় নীতীশের দলের সাংসদ সঞ্জয় ঝা সাফ বলেন, “বিশেষ রাজ্যের মর্যাদা জেডিইউয়ের মূল দাবি। সেটা কেন্দ্রকে মানতেই হবে।” এবার নীতীশের মুখে শোনা গেল রহস্যময় মন্তব্য। যাকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছে।
তবে এদিন বিহারের জন্য বাজেটে (Union Budget 2024) একাধিক বিশেষ প্রকল্প ঘোষণা করা হল। বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামো খাতে একাধিক বড় ঘোষণা করা হল। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করল মোদি সরকার। নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে। ৩টি হাই রোড তৈরি হবে। বিহারে ২৪০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টেরও ঘোষণা করেছেন নির্মলা। একই সঙ্গে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং নতুন স্টেডিয়াম তৈরি হবে। শুধু বিহারের বন্যা নিয়ন্ত্রণে সাড়ে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এর পাশাপাশি গয়ার বিষ্ণুপদ মন্দির করিডর তৈরি হবে কাশী বিশ্বনাথ করিডরের ধাঁচে। বুদ্ধগয়ার উন্নয়নে বাড়তি বরাদ্দ করা হবে। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরার জন্য প্যাকেজ দেবে মোদি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.