সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দেশের বেশ কয়েকটি জায়গার মতো CAA ও NRC-এর প্রতিবাদে দিনভর উত্তাল ছিল বিহার। লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের ডাকা বনধের জেরে রাজ্যের অধিকাংশ এলাকা স্তব্ধ হয়ে পড়েছিল। রেল কিংবা রাস্তা অবরোধ সবই হয়। বনধ উপেক্ষা করে রাস্তায় বেরোনো যানবাহন ভাঙচুরের জেরে দফায় দফায় জনতা ও পুলিশ খণ্ডযুদ্ধ হয় বিভিন্ন জায়গায়। এর জেরে এখনও পর্যন্ত মোট ১১ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে লালুপুত্র তেজস্বী যাদব-সহ আরজেডি নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। রবিবার এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নীতীশ কুমার চুড়ি পরে আছেন বলে মন্তব্য করলেন তেজস্বী।
আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার চুড়ি পরে রয়েছেন। তাই সরকারের শরিক দলে থাকা ব্যক্তিদের উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না। সম্প্রতি কিছু বিজেপি নেতা টিভি চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে হিংসাকে সমর্থন করেছেন। সারা দেশে তৈরি হওয়া বিক্ষোভ থামাতে প্রকাশ্যে বুলেটের ব্যবহার করবেন বলে জানাচ্ছে। তাঁদের কথায়, গুলি করে শান্ত করব। বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং তো সবসময়ই উসকানিমূলক কথাবার্তা বলেন। যদি সত্যি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার চুড়ি পরে না থাকতেন তাহলে এই ধরনের দুষ্কৃতীরা গ্রেপ্তার হত। আমার মনে হয়, দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নিতে পারেন তাহলে নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত।’
শনিবারের বনধ সম্পর্কে বলতে গিয়ে তেজস্বী আরও অভিযোগ করেন, ‘গতকাল বিহারে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছিলাম আমরা। কিন্তু, ফুলবাড়ি শরিফ এলাকায় এক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির স্থানীয় নেতা মদতে ছ’জন দুষ্কৃতী আমাদের ন’জন সদস্যকে গুলি মারে। তাঁদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁকে দেখতে হাসপাতালেও গিয়েছিলাম আমি।’
एक केंद्रीय मंत्री और बीजेपी विधान पार्षद द्वारा उकसाने पर कल फुलवारी शरीफ़ में असामाजिक तत्वों ने भीड़ पर गोलियाँ चलाई। शाम को अस्पताल जाकर घायलों से कुशलक्षेम पूछ घटनाक्रम का ब्यौरा लिया। डीजीपी व अन्य उच्च अधिकारियों से बात कर दंगाईयों पर त्वरित कारवाई करने की माँग की। pic.twitter.com/40spNm0B1f
— Tejashwi Yadav (@yadavtejashwi) December 22, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.