Advertisement
Advertisement
nitish kumar manoj tiwari

‘ঘুমনোর আগে নোংরা ভিডিও দেখেন নীতীশ’, তোপ বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির

মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করে বিপাকে বিহারের মুখ্যমন্ত্রী।

Nitish Kumar watches vulgar video before sleeping, says BJP MP Manoj Tiwari | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 9, 2023 4:58 pm
  • Updated:November 9, 2023 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমনোর আগে নোংরা ভিডিও দেখে ঘুমোতে যান নীতীশ কুমার (Nitish Kumar)। সেই জন্যই পরের দিন সকালে খারাপ চিন্তা নিয়ে ঘুম থেকে ওঠেন। বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির অভিনেতা-সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। প্রসঙ্গত, বিহার বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে নীতীশের বিরুদ্ধে। যদিও চাপের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

নীতীশের মন্তব্য ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন মনোজ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ে বিধানসভায় যে মহিলারা ছিলেন তাঁদের কী অবস্থা হয়েছে একবার ভাবুন। আসলে রাতের বেলা নোংরা ছবি দেখে ঘুমাতে যান নীতীশ। সেই জন্যই পরের দিন সকালে নোংরা মানসিকতা নিয়ে ঘুম থেকে ওঠেন।” উল্লেখ্য, একাধিক বি-গ্রেড ভোজপুরি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে বিজেপি সাংসদকে।

Advertisement

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়মে বড়সড় বদল, কী জানাল সংসদ?]

প্রসঙ্গত, জনসংখ্যা নিয়ন্ত্রণে মহিলাদের শিক্ষা ও ভূমিকা নিয়ে কথা বলার সময়ে বিতর্কিত মন্তব্য করেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “পুরুষরা রোজ রাতে করে…। আর তাতেই আরও বেশি বাচ্চার জন্ম হয়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে, তাহলে সে জানবে যে শেষে ভিতরে ঢুকিও না। বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…।” নীতীশের দাবি, মহিলাদের যৌন শিক্ষা নিয়েই কথা বলতে চেয়েছিলেন।

এই মন্তব্যের পরেই তুমুল বিতর্ক শুরু হয়। বিরোধী বিধায়করা বিহার বিধানসভায় বিক্ষোভ শুরু করেন। চাপে পড়ে নীতীশ ক্ষমা চান। বুধবার তিনি বলে দেন, “আমি যা বলেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।”

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement