সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই তিনি বিরোধী শিবির ছেড়ে এনডিএ (NDA) শিবিরে যোগ দিয়েছেন। নীতীশের ‘চাঞ্চল্যকর পালটি’র পর দু’সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে তাঁর বিরোধী শিবিরে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। নামটা যেহেতু নীতীশ কুমার, তাই কোনও কিছুই অসম্ভব নয়।
কিন্তু নীতীশের (Nitish Kumar) বিরোধী শিবিরে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হঠাৎ কীসের ভিত্তিতে? আসলে দিন দুই আগে আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) প্রশ্ন করা হয়েছিল নীতীশ যদি জোটে ফিরতে চান, তাহলে কি তাঁকে ফের স্বাগত জানানো হবে। সে প্রশ্নের বেশ তাৎপর্যপূর্ণ জবাব দেন লালু। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, “আগে ওকে ফিরতে দিন। তারপর দেখা যাবে। দরজা সবসময় খোলা।” অর্থাৎ নীতীশে যে তাঁর আপত্তি নেই সেটা বুঝিয়ে দিয়েছেন লালু।
লালুর দরজা তাঁর জন্য খোলা, তিনি কী ফিরবেন? এবার প্রশ্ন নীতীশের কাছে। বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু জল্পনা পুরোপুরি উড়িয়ে দিলেন না। তিনি বলছেন, “আমি জানি না কে কী বলেছে। আরজেডির সঙ্গে সব ঠিকঠাক চলছিল না তাই জোট ছেড়েছি। তবে আমি শরিক দল এবং বিরোধী দল দুই শিবিরের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখি। যখনই দেখা যায় করমর্দন করি। এটাই সব।” নীতীশের এই ‘ভালো সম্পর্ক’ বজায় রাখা নিয়ে মন্তব্যকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।
গত দু’-দশকে বিহারে পাঁচবার সরকার বদল হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী থেকে গিয়েছেন নীতীশ কুমারই। ভারতীয় রাজনীতিতে এটা একটা বিরল ঘটনা। মাঝে অল্প কয়েক মাসের জন্য জিতনরাম মাঝি পাটনার মসনদে বসতে পারলেও পাঁচটি সরকারের মাথাই থেকে গিয়েছেন নীতীশ। এর মধ্যে দু’টি সরকার বিজেপি-বিরোধী মহাজোটের এবং তিনটি সরকার এনডিএর, যার অন্যতম শরিক বিজেপি (BJP)। ২০ বছর ধরে একটি ডাল থেকে আরেকটি ডালে গিয়েছেন নীতীশ, কিন্তু তাঁর পতন হয়নি। এমনকী কোনও শিবিরের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা কমেনি। ভবিষ্যতে যে আবারও তাঁর পালটির সম্ভাবনা রয়েছে সেটা হয়তো বিরোধী শিবিরও আন্দাজ করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.