Advertisement
Advertisement
Narendra Modi

মোদির বিরুদ্ধে প্রার্থী নীতীশ কিংবা প্রিয়াঙ্কা? প্রস্তাব ইন্ডিয়া জোটের বৈঠকে

মোদিকে নিজের ঘরেই আটকাতে চাইছে কংগ্রেস।

Nitish Kumar, Priyanka Gandhi's names proposed for candidature against Narendra Modi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 20, 2023 8:37 pm
  • Updated:December 20, 2023 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়া নয়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে বিরোধী ইন্ডিয়া জোট। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লড়াই যাতে জলভাত না হয়, তা নিশ্চিত করতে মোদির বিরুদ্ধে শক্ত প্রার্থী দেওয়ার প্রস্তাব উঠেছে মঙ্গলবারের ইন্ডিয়া জোটের বৈঠকে। এমনটাই সূত্রের খবর।
সূত্রের দাবি, মোদির বিরুদ্ধে শক্ত প্রার্থী দাঁড় করানোর প্রস্তাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi)। আসলে লোকসভায় বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি। আর বারাণসী তাঁর জন্য নিরাপদতম আসন। নিজের জয় নিয়ে কোনওরকম সংশয় না থাকায় প্রধানমন্ত্রী দেশজুড়ে প্রচারও করতে পারেন। কিন্তু ইন্ডিয়া জোট চাইছে মোদিকে তাঁর ঘরেই বেঁধে রাখতে। এমন কাউকে প্রার্থী করতে যাতে মোদিকে নিজের লোকসভা কেন্দ্রেও সময় দিতে হয়।

[আরও পড়ুন: আরও দামি ডিম-মুরগির মাংস, কেক-পিকনিকের জেরে হু হু করে বাড়ছে দাম]

সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে দু জনের নাম। এক, নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারের মুখ্যমন্ত্রী এবার ইন্ডিয়া জোটের শীর্ষ নেতা হিসাবে উঠে এসেছেন। তাঁর দলের নেতারা তাঁকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবেও তুলে ধরার চেষ্টা করছেন। নীতীশ কুরমি প্রজাতির প্রতিনিধি। বারাণসীতে কুরমিদের ভালো প্রতিনিধিত্ব রয়েছে। তাই প্রার্থী হিসাবে নীতীশের নাম প্রস্তাব হয়েছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: বড়দিনের শহরে রাস্তা আটকে কেকের পসরা, মাসে মোটা টাকা জরিমানা পুরসভার]

মোদির বিরুদ্ধে প্রার্থী হিসাবে আরেকটা নাম ভেসে আসছে। তিনি হলেন প্রিয়াঙ্কা গান্ধী। এখনও প্রিয়াঙ্কা কোনও নির্বাচনে লড়েননি। তবে দীর্ঘদিন ধরেই তাঁর ভোটের ময়দানে নামা নিয়ে জল্পনা রয়েছে। ২০১৯ সালেও প্রিয়াঙ্কা মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু সেবার কংগ্রেস প্রার্থী করে অজয় রাইকে। সেই অজয় রাই এখন উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনিই এবার বারাণসীতে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম একপ্রকার ঘোষণা করে দিয়েছেন। যদিও পরে ঢোক গিলে সেই ঘোষণা প্রত্যাহারও করেন তিনি। এখন শোনা যাচ্ছে, ফের ইন্ডিয়া জোটের বৈঠকে প্রিয়াঙ্কার নাম নিয়ে আলোচনা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement