Advertisement
Advertisement
Nitish Kumar

‘এই শেষ, আর জোট বদল নয়’, শপথ নিয়ে বার্তা নীতীশ কুমারের

'পাল্টুমার', 'গিরগিটি', 'আয়া রাম, গয়া রাম' ইত্যাদি উপাধিতে ভূষিত করছে বিরোধীরা। যদিও নীতীশের দাবি, 'যেখানে ছিলাম, সেখানেই ফিরে এলাম'। রবিবার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা।

Nitish Kumar now with NDA and denies chance of flipping again | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 28, 2024 8:20 pm
  • Updated:January 28, 2024 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাল্টুমার’, ‘গিরগিটি’, ‘আয়া রাম, গয়া রাম’ ইত্যাদি উপাধিতে ভূষিত করছে বিরোধীরা। যদিও নবমবার বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নীতীশ কুমার (Nitish Kumar) দাবি করলেন, “এই শেষ। ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই।” আরও বলেন, “যেখানে ছিলাম (NDA), সেখানেই ফিরে এলাম।”

২০০৫ সালে বিজেপির হাত ধরেই প্রথম বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার। সেই হিসেবে বিজেপির সঙ্গে চতুর্থবার জোট করে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। দুই বছরের দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন। আনুষ্ঠানিকতা শেষে নীতীশ বলেন, ‘‘যেখানে ছিলাম, আবার সেখানে ফিরলাম। আর কোথাও যাওয়ার প্রশ্নই নেই।’’ ২০২৪ সালের মধ্যে জেডিইউ ধ্বংস হয়ে যাবে, আরজেডি নেতা তেজস্বী যাদবের এই মন্তব্যের উত্তরে নীতীশ বলেন, “আমরা বিহারের উন্নয়নের জন্য কাজ করি। ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত থাকবে। নতুন কোনও বিষয় নয়। তেজস্বী কিছুই করছেন না।”

Advertisement

 

[আরও পড়ুন: লোকসভার জন্য কোমর বাঁধছে বিজেপি, আসরে ২১ কুশীলবের ‘টিম মোদি’]

উল্লেখ্য, নীতীশের পাশাপাশি রবিবার বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একজোট থাকব। আট নেতা আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাকিরাও শিগগির শপথ নেবেন। সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ পেয়েছেন।”

 

[আরও পড়ুন: জ্ঞানবাপী হিন্দুদের দিয়ে দিন, সমীক্ষা রিপোর্ট পেতেই মুসলিম পক্ষের কাছে দাবি বিশ্ব হিন্দু পরিষদের]

প্রসঙ্গত, রাজ্যপালের কাছে সকালে গিয়েছিলেন ইস্তফা দিতে। বিকেলে সেই রাজ্যপালই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ালেন নীতীশ কুমারকে। এই সময়ের মধ্যে বদল হল জোটসঙ্গী। আরজেডি ও কংগ্রেসের জোট ছেড়ে বিকেলে বিজেপির সমর্থনে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। লোকসভা ভোটের আগে নীতীশের এই ভোলবদল তথা রঙবদলকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। অন্যদিকে আরও একবার এনডিএ জোট সঙ্গী হওয়ায় স্বাগত জানাচ্ছে বিজেপি। যদিও বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ নীতীশকে কটাক্ষ করে জল্পনা উসকে দিয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement