সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদ্ম সঙ্গী হতেই পুরনো ‘বন্ধু’ আরজেডি হল ‘শত্রু’। যার জেরে বেজায় অস্বস্তিতে আরজেডি (RJD) নেতা তথা বিহার বিধানসভার (Bihar Assembly) স্পিকার অবধ বিহারী চৌধুরী। বিধানসভার সচিবের কাছে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস পাঠালেন বিজেপি (BJP) এবং নীতীশের দল জেডিইউ-র (JDU) একাধিক নেতা।
রবিবার সকালে ইস্তফা দিয়ে বিকেলে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার (Nitish Kumar)। আজেডি-কংগ্রেসকে ছেড়ে যোগ দিয়েছেন বিজেপির নেতৃত্বে এনডিএ জোটে। এর পর সোমবারই আরজেডি নেতা তথা বিহার বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা আনলেন বিজেপি নেতা নন্দ কিশোর যাদব, তারকিশোর প্রসাদ, এইচএএম প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি, জেডিইউ-র বিনয় কুমার চৌধুরী, রত্নেশ সাদা এবং এনডিএ জোটের অন্যান্য বিধায়করা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবধ বিহারীর পদ ছাড়া একপ্রকার পাকা। এদিকে সোমবারেই ইডি দপ্তরে লালু প্রসাদ যাদবের হাজিরা নিয়েও নীতীশ এবং বিজেপির রাজনৈতিক অভিসন্ধী নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, বারবার জোট বদলের কারণে নীতীশকে গতকাল ‘পাল্টুমার’, ‘গিরগিটি’, ‘আয়া রাম, গয়া রাম’ ইত্যাদি উপাধিতে ভূষিত করছে বিরোধীরা। যদিও নবমবার বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নীতীশ কুমার (Nitish Kumar) দাবি করেন, “এই শেষ। ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই।” আরও বলেন, “যেখানে ছিলাম (NDA), সেখানেই ফিরে এলাম।” যদিও এক বছর আগেই নীতীশ দাবি করেছিলেন, “মরে গেলেও ভবিষ্যতে বিজেপির জোটসঙ্গী হব না।” ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.