Advertisement
Advertisement

Breaking News

Nitish Kumar

‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, তবু এনডিএতে মাথা নিচুই করতে হবে নীতীশকে’, খোঁচা আরজেডির

বিহারের মুখ্যমন্ত্রীই যেন রাজনৈতিক জল্পনার কেন্দ্রে।

Nitish Kumar is PM material, says RJD leader
Published by: Biswadip Dey
  • Posted:June 8, 2024 9:17 pm
  • Updated:June 8, 2024 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমারের রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ, এমন একটা ধারণা ক্রমশ যেন জোরালো হচ্ছিল। কিন্তু আচমকাই তিনি হয়ে উঠেছেন ভারতীয় রাজনীতির ‘নিউক্লিয়াস’। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ‘কিংমেকার’ হয়ে উঠেছেন বর্ষীয়ান জেডিইউ নেতা। তাঁকে ইন্ডিয়া জোটের তরফে নাকি প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এমন গুঞ্জন রয়েছে। এর মধ্যেই আরজেডির তরফে খোঁচা দেওয়া হল, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও নীতীশকে এনডিএতে মাথা নিচু করেই থাকতে হবে।

লালুপ্রসাদ-তেজস্বী যাদবের দলের এক নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar) ‘প্রাইম মিনিস্টার মেটিরিয়াল’। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। কিন্তু এনডিএ সরকারে যোগ দেওয়ায় মাথা নিচু করেই থাকতে হবে তাঁকে। হঠাৎই কেন এমন কথা বলতে শোনা যাচ্ছে ওই নেতাকে? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নীতীশ এনডিএতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেও এভাবেই তাঁকে খোঁচা দিয়ে বিজেপি (BJP) ও শরিকদের মধ্যে কোন্দলের ‘খেলা’ চালিয়ে যেতে চাইছে আরজেডি (RJD)। আবার, অন্যদিকে আর একটা তত্ত্বও উঠে আসছে। খোদ নীতীশের দলের নেতা কে সি ত্যাগী দাবি করেছেন, ইন্ডিয়া জোট নাকি নীতীশকে প্রধানমন্ত্রীর কুরসি দিতে চেয়েছিল। কিন্তু তিনি তা অগ্রাহ্য করেছেন। এমন দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস। কিন্তু এই গুঞ্জনকেই যেন নতুন করে হাওয়া দিচ্ছে ইন্ডিয়া জোটের আর এক শরিক দলের সদস্যের এমন মন্তব্য।

Advertisement

[আরও পড়ুন: গাড়ি-বাড়ি থেকে বেতন-ভাতা, সাংসদ হলে কী কী সুবিধা পাওয়া যায়?]

যদিও হাত শিবিরের নেতা কে সি বেণুগোপাল বলেছেন, ইন্ডিয়া জোটের তরফে নীতীশকে এমন কোনও প্রস্তাব মোটেই দেওয়া হয়নি। তাঁর কথায়, ”এমন কোনও তথ্য আমাদের হাতে নেই। উনি যে কী বলছেন, তা উনিই জানেন।” এক সাংবাদিক সম্মেলনে এমন খোঁচাই মারতে দেখা গিয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতেই নতুন করে নীতীশকে প্রধানমন্ত্রীর মুখ করে তুলতে দেখা গেল আরজেডিকে। সব মিলিয়ে বার বার দল বদলানো ‘পল্টু কুমার’ নীতীশই যেন মোদির শপথগ্রহণের আগে সবটুকু আলো শুষে নিচ্ছেন।

[আরও পড়ুন: লোকসভায় জয়ী NDA, খুশিতে আঙুল কেটে দেবতাকে উৎসর্গ ছত্তিশগড়ের যুবকের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement