সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ’র জোটের মুখ হিসাবে নীতীশ কুমারকেই বেছে নিল বিজেপি৷ নীতীশ কুমারের জনপ্রিয়তার কারণেই এই সিদ্ধান্ত বলে খবর৷ তবে, নীতীশকে গুরুত্ব দেওয়ার পিছনে বিজেপির উপ-নির্বাচনে হারের লজ্জাজনক অধ্যায়কেই দায়ী করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, গত উপ-নির্বাচনগুলিতে ভাল ফল করতে পারেনি বিজেপি৷ ফলে, হারের দায় নিজেদের কাঁধ থেকে সরিয়ে ফেলতে নীতীশকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে বলেই মত অনেকের৷
বিহারে এনডিএ জোটের রাশ নিজের দিকে টানার পাশাপাশি, আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনে সিট নিয়ে দর কষাকষিও শুরু করে দিয়েছে নীতীশের জনতা দল ইউনাইটেড৷ নীতীশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার ২০১৯-এর লোকসভা ভোটে জেডিইউ অন্তত ২৫টা আসনের লড়াই চায়৷ জেডিইউর ব্যাখ্যা, গত বিধানসভা ভোটে বিজেপির থেকে বেশি আসন পায় জেডিইউ৷ তাই লোকসভা ভোটেও ৪০টা আসনের মধ্যে ২৫টায় তারাই লড়বে৷ বাকি ১৫টা দেওয়া হবে বিজেপিকে৷ পরিসংখ্যান বলছে, গত লোকসভা ভোটে ৪০টি আসনের মধ্যে ৩১টির দখল নেয় এনডিএ৷ ইউপিএয়ের দখলে থাকে ৭টি আসন৷ ফলে, গতবারের পরিসংখ্যান অনুযায়ী, জেডিইউর হাত না ধরেও বিজেপি ৩১টি আসন জিতে নেয়৷ কিন্তু, এবার পরিস্থিতি অনেকটাই আলাদা৷ মোদি ঝড় কার্যত বিপরীত দিকে বইতে শুরু করেছে৷ ফলে, সুযোগ বুঝে এখনই কোপ বসাতে চাইছেন নীতীশ কুমার৷ তবে, ভোটের আসন রফা নিয়ে এখনই কোনও শিবির আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি৷
লাগাতার উপ-নির্বাচনগুলিতে হারের স্বাদ হজম করার পর জোট সঙ্গীদের গুরুত্ব বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি৷ এই প্রসঙ্গে জেডিইউয়ের সাধারণ সম্পাদক পাবিন বর্মা সাংবাদমাধ্যমে বলেন, ‘‘আজ নীতীশ কুমারকে বিহারে এনডিএ-র মুখ করা হয়েছে৷ তাঁর জনপ্রিতয়াকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.