Advertisement
Advertisement

Breaking News

দেশ জুড়ে মদ নিষিদ্ধ করার ডাক নীতিশ কুমারের

সারা দেশে মদ নিষিদ্ধ করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷

Nitish Kumar Calls for nationwide liquor Ban
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 3:43 pm
  • Updated:September 17, 2016 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রাজ্যে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা টেনেছিলেন কড়া হাতে৷ তাঁর পদক্ষেপেই রব উঠেছিল, যদি বিহার মদ নিষিদ্ধ করতে পারে, তবে বাকি রাজ্যগুলোই বা পারবে না কেন৷ এবার যেন সেই দাবিতেই সুর মিলিয়ে সারা দেশে মদ নিষিদ্ধ করার দাবি তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷

সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানিতে মদ্যপানের বিরুদ্ধে এক ব়্যালির উদ্বোধন করতে গিয়ে এ দাবি তোলেন নীতিশ কুমার৷ তাঁর মতে সারা দেশেই মদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত৷ মধ্যপ্রদেশ যেন কোনওভাবে মদ্য-প্রদেশ না হয়ে ওঠে সে ব্যাপারেও নজর রাখার পরামর্শ বিহারের মুখ্যমন্ত্রী৷

Advertisement

ক্ষমতায় এসেই নিজের রাজ্যে মদ নিষিদ্ধ করেছিলেন নীতিশ কুমার৷ নানা সমালোচনা, বিক্ষোভ জারি থাকলেও কঠোর পদক্ষেপ থেকে পিছিয়ে আসেননি বিহারের মুখ্যমন্ত্রী৷ চলতি বছরের এপ্রিল থেকেই জারি আছে এই নিষেধাজ্ঞা৷ এর ফলে মদ্যপান বিরোধিতার ক্ষেত্রে প্রায় রোলমডেল হয়ে উঠেছে বিহার৷ বহু রাজ্যেই বিহারকে সামনে রেখে মদ্যপান বিরোধী আন্দোলন গড়ে তোলা হচ্ছে৷ এবার সারা দেশেই মদ নিষিদ্ধ করার দাবি শোনা গেল তাঁর মুখে৷ তবে নিজের রাজ্যে যা সম্ভব, তা গোটা দেশের ক্ষেত্রে আদৌ সম্ভব হবে কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement