সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুজাফ্ফরপুরের হোমে ধর্ষণের ঘটনায় ক্রমশই কোণঠাসা হয়ে যাচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ তেজস্বী যাদবের টুইট আক্রমণের পর খানিকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন তিনি৷ বৃহস্পতিবার তিনি বলেন, এই ঘটনা বিহারের জন্য অত্যন্ত লজ্জাজনক৷ ঘটনার তদন্ত চলছে৷ তিনি আরও বলেন, এই ঘৃণ্য ঘটনায় যারা জড়িত তারা কেউই ছাড় পাবেন না৷ দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তি পাবে প্রত্যেকেই৷ ধর্ষণ কাণ্ডে হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানান নীতীশ কুমার৷
বিহারের মুজফ্ফরপুর দুটি হোমের ৩৪ জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এই হোমগুলি থেকে ১১ জন নাবালিকা নিখোঁজ বলে খবর৷ হোম দুটি মালিক ব্রিজেশ ঠাকুরের৷ সিবিআই এই ঘটনার তদন্তের ভার হাতে নেওয়ার পর সামনে আসে আরও ভয়ঙ্কর কাহিনী৷ জানা যায়, হোমের কর্মীরা নাবালিকাদের উপর মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন করত৷ বিহারের মন্ত্রী মঞ্জু ভার্মার স্বামীকে ঘন ঘন ওই হোমে যেতে দেখা যেত, রিপোর্টে উঠে এসেছে এমন তথ্যও৷
এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় হলেও, নিশ্চুপ ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বৃহস্পতিবার সকালে এ প্রসঙ্গে টুইট করেন লালু পুত্র তেজস্বী যাদব৷ ধর্ষণের ঘটনায় নীতীশ কুমার সরকার চুপ কেন সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তিনি৷ তেজস্বী টুইটে লেখেন, ‘‘৩৪ জন মেয়ের উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন করা হয়েছে৷ আপনার মন্ত্রিসভার সদস্যরা এতে জড়িত৷ তারপরেও মুখ্যমন্ত্রী হিসাবে রাতে ঘুমাতে পারেন কী করে?’’ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব আরজেডি৷ বৃহস্পতিবার বিহারে বনধের ডাক দিয়েছিল তারা৷ কংগ্রেস ও অন্যান্য দলগুলি সেই বনধকে সমর্থনও করে৷ তার আগে বুধবার রাজ্যপাল সত্যপাল মালিক কেন্দ্র ও বিহার সরকারকে চিঠিও লেখেন৷ ঘটনার প্রতিবাদে আগামী শনিবার যন্তর মন্তরের সামনে ধরনায় বসতে চলেছেন তেজস্বী যাদব৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.