Advertisement
Advertisement
Nitish Kumar

বিহারে রামনবমীর হিংসার নেপথ্যে বিজেপি-ওয়েইসি যোগসাজশ! বিস্ফোরক নীতীশ কুমার

বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন নীতীশ।

Nitish Kumar Blames BJP For Bihar Violence | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 5, 2023 7:18 pm
  • Updated:April 5, 2023 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে রামনবমীর (Ram Navami) হিংসা আসলে অমিত শাহ এবং আসাদউদ্দিন ওয়েইসির সম্মিলিত ষড়যন্ত্রের ফসল। বুধবার বিস্ফোরক অভিযোগ করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দাবি, বিহারে রামনবমীর হিংসার নেপথ্যে আসলে বিজেপি। আর বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর ইঙ্গিত, দুই শিবিরের যোগসাজশেই বিহারে যত সমস্যা।
বিহারে সাম্প্রদায়িক হিংসা এক ব্যক্তির প্রাণ পর্যন্ত কেড়েছে। নালন্দার বিহারশরিফ এলাকায় শনিবার বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে এখনও বিহারের নালন্দা জেলার বিভিন্ন এলাকা থমথমে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধায় বিহারের সসারাম এবং নালন্দার (Nalanda) বিস্তীর্ণ এলাকা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। একাধিক জায়গায় ছোটছোট সংঘর্ষে বহু মানুষ আহত হন। মূলত সংখ্যালঘু এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় এই অশান্তি হয়েছে।

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে ভাই, দাদাকে জীবন্ত পুড়িয়ে মেরে ‘শাস্তি’ মহিলার পরিবারের]

নীতীশ কুমার এদিন বলে দিয়েছেন, এই অশান্তির নেপথ্যে আসলে বিজেপি এবং ওয়েইসি। তাঁর বক্তব্য,‘‘বিহারে সাম্প্রদায়িক অশান্তি বাধানোর ছক কষেছিল বিজেপি। আর আসাদউদ্দিন ওয়েইসি বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছেন।’’ মুখ্যমন্ত্রীর দাবি, বিহারের হিংসা প্রশাসনের ব্যর্থতা নয়, এটা আসলে কিছু মানুষের ষড়যন্ত্রের ফসল। নীতীশ (Nitish Kumar) বলে দিচ্ছেন, ওয়েইসির দল ঘুরিয়ে বিজেপি সাহায্য করছে।

Advertisement

[আরও পড়ুন: গালওয়ানের পর চিনকে ক্লিনচিট দেওয়ার ফল ভুগছে দেশ! অরুণাচল নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের]

জেডিইউ এবং আরজেডির অভিযোগ, বিহারে ক্ষমতা হারিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সেজন্যই ধর্মীয় উসকানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। তাতে মদত দিচ্ছে AIMIM। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। উসকানি দিলে কেউ ছাড়া পাবে না। এর আগে বাংলায় হিংসার জন্যও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে এরাজ্যের শাসকদল। পূর্ব ভারতের দুই রাজ্যে হিংসা কি তবে এক সুরে গাঁথা? এর নেপথ্যে কোনও বৃহত্তর পরিকল্পনা? সে প্রশ্নও উঠছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement