Advertisement
Advertisement
Prashant Kishor

‘নীতীশের ভীমরতি হয়েছে’, বিহারের মুখ্যমন্ত্রীর খোঁচার পালটা দিলেন প্রশান্ত কিশোর

কয়েকদিন ধরেই কাদা ছোঁড়াছুঁড়ি চলছে দুই একদা সতীর্থর মধ্যে।

Nitish Kumar become 'delusional' and 'politically isolated', Prashant Kishor digs Bihar CM। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 9, 2022 1:56 pm
  • Updated:October 9, 2022 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ও ব্যবসা করে, এরপর বিজেপিকেও (BJP) সাহায্য করবে।’ একদা ঘনিষ্ঠ সঙ্গী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) এভাবেই তোপ দেগেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এবার তাঁকে পালটা দিলেন প্রশান্তও। সরাসরি দাবি করলেন নীতীশের ‘ভীমরতি’ হয়েছে এবং তিনি রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আর তাই তাঁর কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ করা যাচ্ছে।

একসময় একসঙ্গে কাজ করতেন নীতীশ-প্রশান্ত। প্রশান্ত কিশোরের সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি নীতীশ কুমারের হাত ধরেই। সেই প্রশান্ত কিশোর আর নীতীশ কুমারের সম্পর্ক এখন রীতিমতো আদায়-কাঁচকলায়। একে অপরের দিকে নিয়মিত কাদা ছোঁড়াছুঁড়ি করতে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি নীতীশ বলেছিলেন, ”পিকে একজন ব্যবসায়ী। যখন আমার সঙ্গে ছিল, তখন বলেছিলাম, নিজের পেশা ছেড়ে এসে সক্রিয়ভাবে রাজনীতি করো। কিন্তু ও তাতে রাজি হয়নি। আসলে ও রাজনীতি নিয়ে ব্যবসা করে।” পাশাপাশি তিনি এমনও দাবি করেন, ভবিষ্যতে প্রশান্ত বিজেপিকেও সাহায্য করবে, গোপনে বা প্রকাশ্যে।

Advertisement

[আরও পড়ুন: বাজারদর বোঝার তাগিদ? আচমকা বাজারে হাজির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কিনলেন সবজি]

নীতীশের এহেন খোঁচারই জবাব দিলেন প্রশান্ত। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ”উনি বলছেন আমি বিজেপির হয়ে কাজ করছি এবং ওকে কংগ্রেসের হাত ধরার প্রস্তাব দিয়েছিল। এটা কী করে হতে পারে? আমি যদি বিজেপির হয়েই কাজ করে থাকি, তাহলে কংগ্রেসের শক্তিবৃদ্ধি করার চেষ্টা কেন করব? ওঁর দ্বিতীয় দাবিটা সত্য়ি হলে প্রথমটা মিথ্যে হতে বাধ্য। আসলে ওঁর বয়স হয়েছে। আর তাই ভীমরতির শিকার হচ্ছেন। রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি এমন মানুষদের সঙ্গে থাকছেন, যাঁদের উনি বিশ্বাসই করেন না। আর তাই নার্ভাস হয়ে পড়ে যেটা বলতে চাইছেন সেটা বলে উঠতে পারছেন না।”

প্রসঙ্গত, দিন তিনেক আগে প্রশান্ত বলেছিলেন, নীতীশ কুমার ‘পক্ষ’ থেকে ‘বিপক্ষে’ এলেও জাতীয় রাজনীতিতে তার খুব একটা প্রভাব পড়বে না। এটা একটা রাজ্যের ব্যাপার। এই পরিবর্তনেও জাতীয় রাজনীতির সমীকরণ খুব একটা বদলাবে না। তবে যে কেউ চেষ্টা করতেই পারে। নিজের একসময়ের সতীর্থের এই কটাক্ষ মুখ বুজে হজম করেননি নীতীশ কুমার। পালটা খোঁচা দিয়েছিলেন প্রশান্তকে। এবার নীতীশকে জবাব দিলেন তাঁর একদা সতীর্থ।

[আরও পড়ুন: সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন তারাশংকর বন্দ্যোপাধ্যায়! ৫০ বছর পর প্রকাশ্যে তথ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement