Advertisement
Advertisement

নীতিশ হত্যা মামলায় খুনিদের ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ

২০০২ সালের এই ‘অনার কিলিং’-কে ‘বিরল’ আখ্যা দেশের সর্বোচ্চ আদালতের৷

Nitish Katara's killers will serve 25 years in Jail, says SC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 3:26 pm
  • Updated:October 3, 2016 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতিশ কাটারা হত্যা মামলায় অপরাধীদের সাজা ৫ বছর কমিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ বিকাশ যাদব ও তার খুড়তুতো ভাই বিশালের ২৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল সর্বোচ্চ আদালত৷ তাদের সাহায্য করার জন্য সুখদেব প্যাহেলওয়ানকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷

২৫ বছরের নীতিশ উত্তরপ্রদেশের ডাকসাইটে রাজনীতিবিদ ডি পি যাদবের মেয়ে ভারতীর সঙ্গে প্রেম করতেন৷ দু’জনে বিয়ে করবেন বলে ঠিক করেন৷ ২০০২ সালে গাজিয়াবাদে ভারতীয় সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীতিশ৷ সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় বিকাশ ও বিশাল৷ জীবন্ত পুড়িয়ে হত্যা করে ২৫ বছরের যুবককে৷ এই কাজে তাদের সাহায্য করে সুখদেব প্যাহেলওয়ান৷

Advertisement

গত বছরের ফেব্রুয়ারি মাসে এই হত্যাকে ‘অনার কিলিং’ আখ্যা দিয়ে খুন ও খুনের প্রমাণ নষ্ট করার জন্য দুই যাদব ভাইকে মোট ৩০ বছরের হাজতবাসের সাজা শোনায় দিল্লি হাই কোর্ট৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ৫ বছর সাজা কমিয়েছেন বটে, তবে এই অপরাধকে ‘বিরল’ বলে সম্বোধন করেছেন৷

সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট নীতিশের মা নীলম কাটারা৷ তিনি অবশ্য অপরাধীদের মৃত্যুদণ্ড চেয়েছিলেন৷ তবে ১৪ বছরের বদলে অপরাধীদের ২৫ বছরের জেল হওয়ায় খুশি তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement