Advertisement
Advertisement
Nitin Gadkari

‘বিমার কিস্তিতে জিএসটি প্রত্যাহার করুন’, নির্মলাকে কড়া চিঠি গড়করির

এত স্পর্শকাতর বিষয়ে জিএসটি রাখা উচিত নয়, মত কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর।

Nitin Gadkari urges FM Nirmala Sitharaman to withdraw 18% GST on life, medical insurance
Published by: Subhajit Mandal
  • Posted:July 31, 2024 2:55 pm
  • Updated:July 31, 2024 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা করা জিএসটি কাঠামোয় ‘অখুশি’ খোদ কেন্দ্রীয় কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। সটান কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে তিনি দাবি জানালেন, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহার করা উচিত।

২০১৭ সালে গোটা দেশে জিএসটি (GST) চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। যেভাবে জিএসটি চালু করা হয়েছে, সেটার বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। এখনও জিএসটির সরলীকরণের দাবিতে মাঝে মাঝেই সরব হয় কংগ্রেস। এরই মধ্যে জিএসটি নিয়ে একপ্রকার পত্রবোমা পাঠালেন গড়করি। বর্তমান কর কাঠামোয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। তা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন সড়ক পরিবহণমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]

সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরের এলআইসি (LIC) কর্মী সংগঠন এ বিষয়ে গড়করির কাছে অভিযোগ জানিয়েছে। তাঁদের দাবি ছিল, এত বেশি অঙ্কের জিএসটি দিতে হচ্ছে বিমা ক্ষেত্রকে। যার ফলে এই ক্ষেত্রটি সংকুচিত হচ্ছে। এ বিষয়ে গড়করির হস্তক্ষেপ দাবি করেছেন বিমাকর্মীরা। ঘটনাচক্রে গড়করি নাগপুরেরই সাংসদ। বিমা কর্মীদের সেই দাবিদাওয়া তিনি চিঠি লিখে তুলে ধরেছেন অর্থমন্ত্রীর কাছে।

[আরও পড়ুন: তেহরানে খতম হামাস প্রধান ইসমাইল! পিছনে কি ইজরায়েল? ঘনাচ্ছে রহস্য]

চিঠিতে গড়করি বলছেন, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি বিমাক্ষেত্রকে সংকুচিত করছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে। তাছাড়া এই দুটি ক্ষেত্রই স্পর্শকাতর। এক্ষেত্রে করকাঠামো সংশোধন করা যায় কিনা দেখা উচিত। আগস্টের তৃতীয় সপ্তাহে ফের জিএসটি কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকেই নির্মলার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement