Advertisement
Advertisement
Nitin Gadkari

ভুয়ো ভিডিও পোস্ট করে অপপ্রচার! খাড়গেকে ক্ষমা চাইতে বললেন ‘অপমানিত’ গড়করি

কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে আইনি নোটিস কেন্দ্রীয় সড়কমন্ত্রীর।

Nitin Gadkari sent legal notice to Mallikarjun Kharge and Jairam Ramesh

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 2, 2024 1:54 pm
  • Updated:March 2, 2024 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং জয়রাম রমেশের (Jairam Ramesh) বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন নীতীন গডকরি। কেন্দ্রীয় সড়কমন্ত্রীর অভিযোগ, তাঁর বক্তব্যের আংশিক ভিডিও তুলে ধরে ভুয়ো খবর ছড়াচ্ছে কংগ্রেস।

ঠিক কী ঘটেছে? গডকরির (Nitin Gadkari) আইনজীবী জানিয়েছেন, একটি ওয়েব পোর্টালে সাক্ষাৎকার দিয়েছিলেন কেন্দ্রীয় সড়কমন্ত্রী। সেই সাক্ষাৎকার থেকে ১৯ সেকেন্ডের একটি অংশ কেটে নিয়ে নেটদুনিয়ায় ছড়িয়ে দিয়েছে কংগ্রেস। ইচ্ছাকৃতভাবে গডকরির মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলেই দাবি আইনজীবীর। কংগ্রেসের এহেন আচরণের ফলে গডকরির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ। সবমিলিয়ে কংগ্রেস সভাপতি খাড়গে ও দলীয় নেতা জয়রাম রমেশকে আইনি নোটিস পাঠিয়েছেন গডকরি।

Advertisement

[আরও পড়ুন: এলেন, ইডলি খেলেন, বোম রেখে চলে গেলেন! বেঙ্গালুরুর বিস্ফোরণকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

কোন ভিডিও ঘিরে কেন্দ্রীয় মন্ত্রীর তোপের মুখে পড়েছে কংগ্রেস? সাক্ষাৎকারের ওই অংশে গডকরিকে বলতে শোনা যায়, “গ্রামের দরিদ্র শ্রমিক ও কৃষকরা কেউই খুশি নন। গ্রামে ঠিকঠাক রাস্তা নেই, পানীয় জল নেই, ভালো হাসপাতাল নেই, ভালো স্কুল নেই।” এই অংশটি তুলে ধরেই আলাদা ভিডিও করে প্রকাশ করা হয় কংগ্রেসের সোশাল মিডিয়ায়। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ২৪ ঘন্টার মধ্যে এই ভিডিওটি ডিলিট করে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে।

কেন্দ্রীয় সড়কমন্ত্রীর কথায়, “ইচ্ছাকৃতভাবে ওই ভিডিওতে হিন্দি ক্যাপশন ব্যবহার করা হয়েছে। তার জন্য গোটা মন্তব্যের প্রেক্ষাপটটাই বদলে গিয়েছে। মন্ত্রীর ভাবমূর্তিতে কালি ছেটানোর জন্যই এই ভিডিও বানাচ্ছে।” সেই সঙ্গে গডকরির দাবি, দেশের সমস্ত রাস্তার উন্নতি করতে যথেষ্ট চেষ্টা করছে সরকার। যদিও আইনি নোটিস পেয়ে এখনও কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: রাজ্যসভার ৩৩ শতাংশ সাংসদের নামে ফৌজদারি মামলা, সম্পত্তি হার মানায় কুবেরকেও!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement