Advertisement
Advertisement

ভারত থেকে গরিবি-জাতপাত মুছে ফেলতে নয়া উদ্যোগ নীতি আয়োগের 

কেন্দ্রের লক্ষ্য, আগামী পাঁচ বছরে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাসবাদ মুছে ফেলা।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2017 1:04 pm
  • Updated:November 5, 2017 1:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের মাটি থেকে জাতপাতের বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও সন্ত্রাসবাদকে মুছে ফেলতে বিশেষ উদ্যোগী হল নরেন্দ্র মোদি সরকার। ২০২২-এর মধ্যে দেশের ভোলবদল ঘটাতে নয়া নীতি গ্রহণ করল নীতি আয়োগ। এই বিষয়ে একটি খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

[নজরে চিন, সিকিমে ১৫ হাজার ফুট উঁচুতে চালু পেট্রল পাম্প]

নয়াদিল্লিতে সেই খসড়াটি থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান রাজীব কুমার সমস্ত রাজ্যের রাজ্যপালদের কাছে পেশ করেছেন। তাঁর প্রশ্ন, স্বাধীনতার ৭৫ বছর পরও কেন ভারত থেকে দুর্নীতি, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, জাতপাতের রাজনীতি, উঁচু-নিচু ভেদাভেদকে মুছে ফেলা যাবে না? ২০৪৭-এ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির ১০০ বছর পূর্ণ করবে ভারত। তার আগেই ভারতকে বিশ্বের সেরা তিন দেশের তালিকায় তুলে আনতে বদ্ধপরিকর মোদি সরকার, জানিয়েছেন রাজীব। প্রধানমন্ত্রীকেই উদ্ধৃত করে রাজীব জানিয়েছেন, ‘টেনশন-মুক্ত সমাজ গড়ে তোলা হবে।’

Advertisement

‘নিউ ইন্ডিয়া ভিশন ২০২২’-এর খসড়ায় উল্লেখ রয়েছে জিএসটি ও নোট বাতিলের। দাবি করা হয়েছে, ভারতের আর্থিক কাঠামোকে ঢেলে সাজাতে গত একশো বছরে এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার সাহস আর কারও হয়নি, এই ভাষায় প্রশংসা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দুর্নীতিকে রুখতেও মোদি সরকারের একাধিক সাফল্যকে ওই খসড়ায় তুলে ধরা হয়েছে। ভরতুকির টাকা সরাসরি ভারতীয়দের অ্যাকাউন্টে পৌঁছে দিতে ৫৭ হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে সরকারের, জানিয়েছে নীতি আয়োগ। ২৭টি রাজ্যের রাজ্যপালের সামনে এই খতিয়ান তুলে ধরে নীতি আয়োগ জানিয়েছে, দ্রুতই সমস্ত সরকারি কাজে বায়োমেট্রিক সিস্টেমকে বাধ্যতামূলক করে তোলা, বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করে সমাজ থেকে দুর্নীতির শিকড় উপরে ফেলতে চায় কেন্দ্র।

[রেসে যাওয়ার আগে কি ইঙ্গিত পেয়েছিলেন বর্ধমানের বিক্রম? বাড়ছে রহস্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement