সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত নিঠারি হত্যা মামলায় (Nithari Case) দোষী সুরিন্দর কোলি এবং মণীন্দর সিং পান্ধেরকে বেকসুর ঘোষণা করল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। সেইসঙ্গে নিম্ন আদালতে তাদের মৃত্যুদণ্ডও (Death Sentence) রদ করে দিল উচ্চ আদালত। সুরিন্দর কোলিকে মোট ১২টি মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। সবকটি মামলাতেই নিম্ন আদালতে তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল। সুরিন্দর কোলির সঙ্গী মণীন্দর সিং পান্ধেরকেও দুটি মামলা থেকে অব্যাহতি (Acquitted) দিয়েছে এলাহাবাদ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
২০০৫ সালে নয়ডার (Noida) নিঠারি হত্যামামলা গোটা দেশে আলোড়ন ফেলেছিল। সুরিন্দর কোলি এবং মণীন্দর সিং পান্ধেররা রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল সকলের কাছে। বিশেষত কমবয়সিদের কাছে। একের পর এক শিশু, কিশোরী নিখোঁজ এবং শেষমেশ তাদের দেহাবশেষ উদ্ধার। ধারাবাহিক নিখোঁজ ও খুনের ঘটনার তদন্তে নেমে ২০০৬ সালে নয়ডায় দুই ‘নরখাদকে’র খোঁজ পান তদন্তকারীরা – সুরিন্দর কোলি ও মণীন্দর সিং পান্ধের।
সিবিআই (CBI) তদন্তে নেমে জানতে পারে, এলাকার ছোটদের চকোলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর খুন করা হতো। তারপর দেহাংশ সিদ্ধ করে খাওয়া হতো এবং হাড়গোড় পুঁতে ফেলা হতো মাটিতে। তদন্তে নেমে তাদের ঘর থেকে প্রচুর কঙ্কাল উদ্ধার হয়েছে। সিবিআই আদালত এই দুজনের নৃশংস অপরাধের তীব্রতা বিচার করে দোষী সাব্যস্তের পাশাপাশি ফাঁসির সাজা শোনায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাই কোর্টে যায় দোষীরা। গত মাসে ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিল। সোমবার কোলি ও পান্ধেরের ফাঁসি রদ করল এলাহাবাদ হাই কোর্ট। তাদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্যপ্রমাণ নেই বলে এই রায়, হাই কোর্ট সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.