সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা সরকার, আওয়ামি লিগ নিয়ে ভারত-বিরোধিতা ছিলই। এর পর বাংলাদেশের সাম্প্রতিক বন্যাকে ভারতের ষড়যন্ত্র বলা হচ্ছে। এই ডামাডোলের মধ্যেই ভারত-বিরোধী পোস্টকে সমর্থনের অভিযোগে এক বাংলাদেশি ছাত্রীকে দেশে পাঠিয়ে দিল অসমের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)। এই ঘটনায় NIT কর্তৃপক্ষের পক্ষে ও বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশি তরুণী NIT শিলচরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের পড়ুয়া। সম্প্রতি বাংলাদেশের রাজশাহি বিশ্ববিদ্যালয়ের একটি ভারত-বিরোধী পোস্ট ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। ওই পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট দিয়ে সমর্থন জানান বাংলাদেশি ছাত্রী। অভিযোগ, এর পরেই সোমবার তরুণীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যদিও কাছাড় পুলিশের আধিকারিক নুমাল মাহাট্টের দাবি করেছেন, বহিষ্কার করা হয়নি ছাত্রীকে। তবে তিনি দেশে ফিরে গিয়েছেন। আরও জানানো হয়েছে, মূল পোস্টটি NIT-র প্রাক্তন ছাত্রের। তিনিও বাংলাদেশি। মাস ছয়েক আগে পড়াশোনার পাট চুকিয়ে দেশে ফিরে গিয়েছেন। ওই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শিলচরের একটি সংগঠন। তারাই NIT-কে ছাত্রীর সমর্থনের বিষয়টি জানায়। কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়। এর পরই দ্বিতীয় বর্ষের ছাত্রী ভারত ছেড়ে দেশ ফিরে গিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে NIT শিলচরে পাঠরত আরও ৭০ জন বাংলাদেশি পড়ুয়াকেও ভারত-বিরোধিতার বিষয়ে সতর্ক করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.