Advertisement
Advertisement
Nishikant Dubey

জনবিন্যাসই পালটে দিচ্ছে বাংলাদেশিরা! বাংলা-বিহার-ঝাড়খণ্ড নিয়ে ‘উদ্বিগ্ন’ বিজেপি সাংসদ

অবিলম্বে NRC চালুর দাবি নিশিকান্ত দুবের।

Nishikant Dubey says illegal Bangladeshi immigrants changing demography in Jharkhand, Bihar, Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2023 10:17 am
  • Updated:December 7, 2023 10:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ধর্মতলার সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে অনুপ্রবেশের জ্বলন্ত সমস্যা তুলে ধরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার শাহের সুর আরও খানিকটা চড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, বেআইনি অনুপ্রবেশকারীরা বাংলা-বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসই বদলে দিয়েছে। অবিলম্বে এই তিন রাজ্যে NRC করা উচিত।

বাংলায় বেআইনি অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। নিশিকান্ত দুবে বলছেন, এই অনুপ্রবেশের জেরে বিহার এবং ঝাড়খণ্ডের জনবিন্যাসও বদলে যাচ্ছে। বিজেপি (BJP) সাংসদ বুধবার সংসদের জিরো আওয়ার চলাকালীন বলেন, আমি এই নিয়ে ১০০ বার এই ইস্যুটা তুলছি। বেআইনি অনুপ্রবেশের জন্য বাংলা-বিহার ঝাড়খণ্ডের জনবিন্যাসই বদলে যাচ্ছে। আমার নিজের রাজ্য ঝাড়খণ্ড যখন বিহার থেকে আলাদা হল তখন এর জনসংখ্যার ৩৬ শতাংশ ছিল আদিবাসী। এখন সেটা কমে গিয়েছে ২৪ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা]

নির্দিষ্ট এলাকা উল্লেখ করে করে নিশিকান্ত দুবে অভিযোগ করেন, বাংলার বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ বাড়লেও তাতে ভ্রুক্ষেপ নেই মমতা সরকারের। একই পরিস্থিতি ঝাড়খণ্ডেও। তাঁর বক্তব্য,”আজ এমন পরিস্থিতি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী আসে আর আদিবাসীদের বিয়ে করে নেয়। ফলে মুসলিম জনসংখ্যা বাড়ছে। ঝাড়খণ্ডের গোড্ডা, পাকুর, দেওঘর, জামতারা, সাহেবগঞ্জের মতো জেলায় এই ধরনের ঘটনা বাড়ছে। তবে এটা হিন্দু-মুসলিম ইস্যু নয়। একই সমস্যা দেখা যাচ্ছে বিহার এবং বাংলাতেও।”

Advertisement

[আরও পড়ুন: দুর্যোগ কাটলেই কলকাতা-সহ রাজ্যে জাঁকিয়ে শীত? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

এর পরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে নিশিকান্ত বলেন, “মমতা যখন সাংসদ ছিলেন তিনি নিজেই অনুপ্রবেশকারীদের নিয়ে সবচেয়ে বেশি সরব হতেন। অথচ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মালদহ, মুর্শিদাবাদে অনুপ্রবেশকারী ভরে গিয়েছে।” নিশিকান্তর দাবি, অবিলম্বে ভারত সরকার NRC করে এই বাংলাদেশিদের ফেরত পাঠাক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ