Advertisement
Advertisement
Nishikant Dubey

অমিত শাহর পালটা, এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির

অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করতে হবে, দাবি বিজেপি সাংসদের।

Nishikant Dubey moves privilege motion against Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:December 20, 2024 2:07 pm
  • Updated:December 20, 2024 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস। রাহুলের সাসপেনশনের দাবিতে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে ওই একই নোটিস পাঠিয়েছে বিরোধী শিবির। সেটারই পালটা এবার এল শাসক শিবির থেকে।

নিশিকান্ত দুবের অভিযোগ, অমিত শাহর ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল। যা ঘোরতর অপরাধ। এটা একই সঙ্গে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননা। অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করা উচিত। বিজেপি সূত্রের খবর, রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধেও একই রকম স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হচ্ছে।

Advertisement

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে ওই কথাগুলি বলেছেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। বুধবারই শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। বৃহস্পতিবার শাহের বিরুদ্ধে একইভাবে প্রিভিলেজ মোশন আনেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কিন্তু বিজেপির দাবি, শাহের মন্তব্য বিকৃত করা হয়েছে। যে ভিডিও বিরোধীরা প্রকাশ করেছে সেটা বিকৃত। এভাবে শাহী ভিডিও বিকৃত করে আসলে আম্বেদকরকেই অপমান করা হয়েছে। রাহুল এবং খাড়গে ওই ভিডিও শেয়ার করে সংসদের অবমাননা করেছেন বলে অভিযোগ শাহের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement