Advertisement
Advertisement
Nirmala Sitharaman

সংক্ষিপ্ততম বাজেট ভাষণ নির্মলার! কতক্ষণে শেষ করলেন অর্থমন্ত্রী?

নির্মলার ঝুলিতেই রয়েছে দীর্ঘতম বাজেট ভাষণের রেকর্ড।

Nirmala Sitharaman tables shortest budget of her tenure as finance minister

সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ছবি: পিটিআই

Published by: Paramita Paul
  • Posted:February 1, 2024 1:11 pm
  • Updated:February 1, 2024 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্ষিপ্ততম বাজেট ভাষণ নির্মলা সীতারমণের। বৃহস্পতিবার ষষ্ঠ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন তিনি। মাত্র ৫৮ মিনিটেই শেষ হয় তাঁর বাজেট ভাষণ। যা তাঁর কেরিয়ারে সংক্ষিপ্ততম। উল্লেখ্য, ভারতীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মলার ঝুলিতেই রয়েছে দীর্ঘতম বাজেট ভাষণের রেকর্ড।

২০১৯ সালে দ্বিতীয়বার দিল্লির মসনদে বসার পর নির্মলা সীতারমণের হাতে তুলে দেওয়া হয় অর্থমন্ত্রকের দায়িত্ব। সে বছর লোকসভা নির্বাচন পূর্ববর্তী ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন পীযূষ গোয়েল। ক্ষমতায় ফেরার পর সে বছরের জুলাই মাসে প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা। তাঁর সময়সীমা ছিল ২ ঘণ্টা ১৭ মিনিট। তৎকালীন ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম।

Advertisement

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]

২০২০-এর বাজেট ভাষণে নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন অর্থমন্ত্রী। বাজেট পেশ করেছিলেন ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে। সেদিন ভাষণ চলাকালীন নির্মলা অসুস্থ হয়ে পড়েন। না হলে বাজেট ভাষণ চলত আরও খানিকক্ষণ। তবে এর পর থেকে বাজেট ভাষণের সময়সীমা ক্রমশ কমেছে। ২০২১ সালে ভাষণ চলেছিল ১১০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ৫০ মিনিট। ২০২২ সালে ভাষণের মেয়াদ ছিল ৯২ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ৩২ মিনিট। ২০২৩ সালে ছিল ৮৭ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ২৭ মিনিট। এবার সেই সময়সীমাটা আরও কমে দাঁড়ায় মাত্র ৫৮ মিনিট। তবে এবারের বাজেট ছিল অন্তর্বর্তী বাজেট। বিশেষ নতুন কোনও ঘোষণা করেননি অর্থমন্ত্রী। ফলে দ্রুত শেষ হয়ে যায় তাঁর বাজেট ভাষণ।

[আরও পড়ুন: হুইলচেয়ারে বসেছিলেন বৃদ্ধ রোগী, পদযাত্রা থামিয়ে চিকিৎসার ব্যবস্থা ‘ত্রাতা’ মমতার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement