সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার চিহ্ন বদলে ফেলে আসলে বিচ্ছিন্নতাবাদকে উসকানি দিচ্ছে তামিলনাড়ু সরকার। এম কে স্ট্যালিনের নয়া পদক্ষেপকে এভাবেই তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতের ঐক্যে আঘাত হানবে ডিএমকে সরকারের এই পদক্ষেপ, এমনটাই মনে করছেন অর্থমন্ত্রী। তবে দেশজুড়ে প্রবল বিতর্কের মধ্যেও টাকার চিহ্ন বদলে ফেলার অবস্থান থেকে সরে আসেনি স্ট্যালিন সরকার।
শুক্রবার সকালে তামিলনাড়ু বিধানসভায় পেশ হবে চলতি অর্থবর্ষের বাজেট। তার আগেই বৃহস্পতিবার দেখা যায়, বাজেটের নথিতে বদলে ফেলা হয়েছে টাকার চিহ্ন। তামিল অক্ষরের ‘রু’-এর আদলে নতুন করে টাকার চিহ্ন তৈরি করা হয়েছে। সেটাই ব্যবহার করা হচ্ছে তামিলনাড়ু বাজেটের সমস্ত নথিপত্রে। তার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ট্যালিন নিজেই। এবারের বাজেটের ভিত্তি হল, ‘সকলের জন্য সবকিছু।’ তামিলনাড়ুর এক সরকারি আধিকারিকের কথায়, দেবনাগরীর বদলে এবার তামিল হরফকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিএমকে মুখপাত্র সাভরানন আন্নাদুরাইয়েরও দাবি, ‘আমরা এবার তামিলকে গুরুত্ব দিচ্ছি’।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র নারায়ণ তিরুপতির কথায়, টাকার জাতীয় চিহ্ন এইভাবে বদলে ফেলা যায় না। এমন পদক্ষেপ করার অর্থ তামিলনাড়ুকে ভারতের থেকে পৃথক হিসাবে তুলে ধরা। টাকার চিহ্ন বদলের পদক্ষেপকে নির্বুদ্ধিতা হিসাবে কটাক্ষ করেছেন তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই। তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেত্রী এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে তোপ দাগেন। তাঁর কথায়, স্ট্যালিন তাহলে নিজের নামটাও তামিল ভাষায় বদলে ফেলুন।
তবে বৃহস্পতিবার বিকেলে সবচেয়ে বড় মাপের তোপের মুখে পড়তে হয় তামিলনাড়ু সরকারকে। টাকার চিহ্ন বদলের বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর কথায়, ‘কেবল চিহ্ন বদল নয়। স্ট্যালিনের এই পদক্ষেপ আসলে ভয়ংকর মানসিকতার পরিচয়। ভারতের ঐক্যকে দুর্বল করে বিচ্ছিন্নতাবাদকে উসকানি দেওয়া হচ্ছে আঞ্চলিক গরিমা রক্ষা করার মোড়কে। দেশের অখণ্ডতা বজায় রাখার শপথ নিয়েছেন জনপ্রতিনিধিরা। কিন্তু এই আচরণে সেই শপথও ভঙ্গ হয়েছে।” নির্মলার প্রশ্ন, ২০১০ সালে যখন এই চিহ্ন গৃহীত হয়, সেসময়ে কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার। তাহলে ডিএমকে কেন সেই সময়ে টাকার চিহ্নের বিরোধিতা করেননি? উল্লেখ্য, টাকার চিহ্নটি ডিজাইন করেছেন প্রাক্তন ডিএমকে বিধায়কের পুত্র। সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
The DMK government has reportedly removed the official Rupee symbol ‘₹’ from the Tamil Nadu Budget 2025-26 documents, which will be presented tomorrow.
If the DMK (@arivalayam) has a problem with ‘₹’, why didn’t it protest back in 2010 when it was officially adopted under the…
— Nirmala Sitharaman (@nsitharaman) March 13, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.