Advertisement
Advertisement
Remove term: Union Budget 2022 Union Budget

Union Budget 2022: চলতি বছরেই দেশে 5G পরিষেবা, নিলামে উঠবে ‘স্পেকট্রাম’, ঘোষণা অর্থমন্ত্রীর

টেলিকম ক্ষেত্রে কর্মসংস্থানে জোর।

Nirmala Sitharaman Says 5G service started this your in the country
Published by: Kishore Ghosh
  • Posted:February 1, 2022 12:39 pm
  • Updated:February 2, 2022 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রযুক্তিগত উন্নতিতে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। জানালেন, চলতি বছরেই ভারতে চালু হবে 5G পরিষেবা। এইসঙ্গে টেলিকম ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে বলেও জানান তিনি। দেশে ডিজিটাল অর্থনীতির উপর জোর দেন অর্থমন্ত্রী।

আজ ২০২২-২০২৩ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার পেপারলেস বাজেট পেশ করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে আজ চতুর্থবার সংসদে বাজেট পেশ করতে এসে শুরুতেই ‘আত্মনির্ভর’ ভারতের কথা বলেন নির্মলা। আগামী পাঁচ বছরে কর্মসংস্থানে জোর দেওয়া হবে বলে জানান।

Advertisement

[আরও পড়ুন: ‘৪০০ সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন, ২০ হাজার কিমি রাস্তা’, বাজেটে ঘোষণা নির্মলার’]

এই সূত্রেই ২০২২ সালে দেশে 5G পরিষেবা শুরু করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, “চলতি বছরেই 5G পরিষেবা চালু করা হবে দেশে। তার জন্য এই বছরেই ‘স্পেকট্রাম’ নিলাম হবে।” নির্মলা বলেন, “গ্রামগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হবে এবার। টেলিকম ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে।”

এর আগে জানা গিয়েছিল, রিলায়েন্স জিও’র (Reliance Jio) হাত ধরে ভারতে অতি দ্রুত 5G পরিষেবা চালু হতে পারে। খোদ সংস্থার সিইও মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই বিষয়ে ঘোষণা করেছিলেন। ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০’র অধিবেশনে মুকেশ জানিয়ে ছিলেন, আগামী বছরেই তাঁর সংস্থা দেশে 5G পরিষেবা শুরু করতে চলেছে। 

[আরও পড়ুন: পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার

যদিও নানা বাধ্যবাধকতায় গত বছর সেই পরিষেবা চালু করতে পারেনি রিলায়েন্স জিও। এদিন নির্মলা সীতারমণের ঘোষণার পর আশা জেগেছে ভারতের টেলিকম বাণিজ্য ক্ষেত্রেও। এদিন অর্থমন্ত্রী জানিয়ে দেন, চলতি বছরেই ভারতে চালু হচ্ছে ৫জি পরিষেবা। যার জন্য নিলাম হবে স্পেকট্রাম। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশনের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডিজিটাল ইকোনমির উপরে জোর দেন তিনি। আরবিআইয়ের (RBI) অনুমতিতে ডিজিটাল মুদ্রা আনা হবে বলেও জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement