Advertisement
Advertisement

Breaking News

নির্মলা সীতারমণ

‘অর্থনীতি নিয়ে কোনও ব্যাখ্যা চাই না’, মনমোহনকে পালটা নির্মলার

আর্থিক মন্দা ইস্যুতে নির্মলা-মনমোহন বাকযুদ্ধ অব্যাহত।

Nirmala Sitharaman-Manmohan Singh spat intensifies
Published by: Subhamay Mandal
  • Posted:October 18, 2019 5:15 pm
  • Updated:October 18, 2019 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক মন্দা ইস্যুতে নির্মলা-মনমোহন বাকযুদ্ধ অব্যাহত। চলছে দোষারোপ-পালটা দোষারোপের পালা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ মন্তব্য করেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর রঘুরাম রাজনের আমলে পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির অবস্থা। মনমোহনের পালটা প্রতিক্রিয়া ছিল, সমস্যা সমাধান না করে সরকার শুধু দোষারোপ করে চলেছে। এবার ফের মুখ খুললেন নির্মলা সীতারমণ। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

নির্মলার পালটা তোপ, দোষারোপের খেলা বন্ধ করার পরামর্শ দেওয়ার জন্য মনমোহন সিংকে ধন্যবাদ। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেইসময় কী প্রয়োজন ছিল, সেটাই বলা হয়েছে। তারপর তিনি বলেন, ‘এখন আমি অর্থমন্ত্রীর পদে। অর্থনীতি নিয়ে অন্য কারও কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, মোদি সরকার সমস্যার সমাধানের চেয়ে দোষারোপ করতে বেশি আগ্রহী। মনমোহন বলেন, ‘‘আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্য দেখেছি। ওঁর বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি যে, অর্থনীতিকে সংশোধন করার আগে অর্থনৈতিক অবস্থার অবনতির সঠিক কারণ নির্ণয়ের প্রয়োজন হয়। সরকার তা না করে ব্যস্ত রয়েছে অপরপক্ষকে দোষারোপ করতে।”

Advertisement

[আরও পড়ুন: সমাধান না করে দোষারোপ বেশি, মন্দা নিয়ে কেন্দ্রকে তোপ মনমোহনের]

তার আগে কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মলা বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরের আমলে সব থেকে খারাপ সময় গিয়েছে পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে। রাজনের সম্মান রেখেই বলছি, এই নিয়ে কোনও দ্বিধা নেই, তাঁদের আমলেই এমন খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। তখন কেউই এই বিষয়টা জানত না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement