সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা বিপর্যয়ে আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রের। সাংবাদিক সম্মেলন করে জিএসটি-সহ একাধিক ক্ষেত্রে আর্থিক ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দেশজুড়ে ‘লকডাউন’ জারি হওয়ায় গৃহবন্দি প্রচুর মানুষ। তাই তাদের কথা ভেবেই এই আর্থিক ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও। কী ঘোষণা করলেন, দেখে নিন একনজরে-
আগামী তিন মাস ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে কোনও চার্জ দিতে হবে না।
জরুরি প্রয়োজন না থাকলে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই লেনদেন করতে পারেন সাধারণ মানুষ।
অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে এত দিন চার্জ নেওয়া হত, আপাতত তা নেওয়া হবে না।
The last date for the income tax return for the financial year 18-19 is extended to 30th June 2020. For delayed payments interest rate has been reduced from 12% to 9%: Union Finance Minister Nirmala Sitharaman pic.twitter.com/Q3OHoh86SZ
— ANI (@ANI) March 24, 2020
Work is going on and we are very close to coming up with an economic package that will be announced sooner rather than later: Union Finance Minister Nirmala Sitharaman in Delhi #COVID19 pic.twitter.com/s5arCamMeH
— ANI (@ANI) March 24, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.