ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডের চার দোষীর নামে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল না পাতিয়ালা হাউস কোর্ট। তিহার জেল কর্তৃপক্ষের তরফে চার দোষীর নামে নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আরজি জানানো হয়েছিল। চারজনকে ২০ ফেব্রুয়ারি ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার তা খারিজ করে দিল আদালত। ইতিপূর্বে চার দোষীর আইনি সহায়তা পাওয়ার জন্য আবেদনের সময়সীমা সাতদিন বেঁধে দিয়েছিল আদালত। ফলে চার দোষীর ফাঁসি কবে হবে, তা নিয়েও জটিলতা এখনও অব্যাহত। আদালতের রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।
2012 Delhi gang-rape case: Court while dismissing the plea of prosecution stated that death warrants cannot be issued on the basis of conjecture alone. https://t.co/HQwcjxqCsr
— ANI (@ANI) February 7, 2020
সরকারি আইনজীবী ইরফান আহমেদে এদিন পাতিয়ালা হাউস কোর্টে জানান, তিন সাজাপ্রাপ্তের প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে গিয়েছে। আদালতেও কোনও আবেদন করেনি তারা। তাই এবার মৃত্যু পরোয়ানা জারি করা যেতেই পারে বলে আবেদন জানান তিনি। পালটা দোষীদের আইনজীবীর দাবি ছিল, দিল্লি হাই কোর্ট দোষীদের আরও সাতদিন সময় দিয়েছে। তার আগে এই পরোয়ানা জারি না করার আবেদন জানান তিনি। দুপক্ষের সওয়াল-জবাবের পর তিহার কর্তৃপক্ষের আরজি খারিজ করে দেন বিচারপতি। এদিকে চার দোষীকে পৃথকভাবে ফাঁসি দেওয়ার আরজি জানিয়ে সু্প্রিম কোর্টেোর দ্বারস্থা হয়েছে কেন্দ্র সরকার। আগামী মঙ্গলবার সেই আরজির শুনানি।
2012 Delhi gang-rape case: As three mercy petition has been dismissed till now and no application of any convicts is pending in any court. Kindly issue a fresh date of execution, said Public Prosecutor Irfan Ahmad. https://t.co/zmk8GcLGdl
— ANI (@ANI) February 7, 2020
2012 Delhi gang-rape case: Delhi’s Patiala House Court after the conclusion of the arguments decides to dismiss the state (prosecution) plea seeking issuance of fresh date of execution
— ANI (@ANI) February 7, 2020
আদালতের রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী। এদিন সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, “আজ আদালতের কাছে ক্ষমতা রয়েছে আর আমাদের কাছে আছে সময়। কোথাও কোনও আবেদন বাকি পড়ে নেই। তারপরেও মৃত্যু পরোয়ানা জারি হল না।” আশাদেবীর অভিযোগ, ” এটা আমাদের প্রতি অবিচার। আমিও দেখব আদালত দোষীদের আর কতদিন সময় দেয়, আর সরকারও তাদের কতদিন সমর্থন করে।”
Asha Devi, mother of the 2012 Delhi gang-rape victim: Today, the Court had the power and we had time. Nothing was pending, yet death warrant has not been issued. It’s injustice to us, I will see till when the Court gives time to the accused and Government supports them. https://t.co/6HvsXu9t1C pic.twitter.com/nOMuwmC6ls
— ANI (@ANI) February 7, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.