Advertisement
Advertisement
নির্ভয়ার দোষীদের নতুন মৃত্যু পরোয়ানা জারির আরজি খারিজ পাতিয়ালা কোর্টে

নির্ভয়া কাণ্ড: নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আরজি খারিজ আদালতে

চার দোষীর ফাঁসি নিয়ে জটিলতা এখনও অব্যাহত।

Nirbhaya: Tihar plea to hang convicts rejected over pending legal options

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:February 7, 2020 3:46 pm
  • Updated:February 7, 2020 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডের চার দোষীর নামে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল না পাতিয়ালা হাউস কোর্ট। তিহার জেল কর্তৃপক্ষের তরফে চার দোষীর নামে নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আরজি জানানো হয়েছিল। চারজনকে ২০ ফেব্রুয়ারি ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার তা খারিজ করে দিল আদালত। ইতিপূর্বে চার দোষীর আইনি সহায়তা পাওয়ার জন্য আবেদনের সময়সীমা সাতদিন বেঁধে দিয়েছিল আদালত। ফলে চার দোষীর ফাঁসি কবে হবে, তা নিয়েও জটিলতা এখনও অব্যাহত। আদালতের রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।

[আরও পড়ুন: মধ্যবিত্তদের সঞ্চয়ে ধাক্কা, ফের ফিক্সড ডিপোডিটে সুদের হার কমাল SBI]

সরকারি আইনজীবী ইরফান আহমেদে এদিন পাতিয়ালা হাউস কোর্টে জানান, তিন সাজাপ্রাপ্তের প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে গিয়েছে। আদালতেও কোনও আবেদন করেনি তারা। তাই এবার মৃত্যু পরোয়ানা জারি করা যেতেই পারে বলে আবেদন জানান তিনি। পালটা দোষীদের আইনজীবীর দাবি ছিল, দিল্লি হাই কোর্ট দোষীদের আরও সাতদিন সময় দিয়েছে। তার আগে এই পরোয়ানা জারি না করার আবেদন জানান তিনি। দুপক্ষের সওয়াল-জবাবের পর তিহার কর্তৃপক্ষের আরজি খারিজ করে দেন বিচারপতি। এদিকে চার দোষীকে পৃথকভাবে ফাঁসি দেওয়ার আরজি জানিয়ে সু্প্রিম কোর্টেোর দ্বারস্থা হয়েছে কেন্দ্র সরকার। আগামী মঙ্গলবার সেই আরজির শুনানি।

[আরও পড়ুন: জন সুরক্ষা আইনে ফের আটক মেহবুবা ও ওমর, সংসদে বিক্ষোভ বিরোধীদের]

আদালতের রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন নির্ভয়ার মা আশাদেবী। এদিন সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, “আজ আদালতের কাছে ক্ষমতা রয়েছে আর আমাদের কাছে আছে সময়। কোথাও কোনও আবেদন বাকি পড়ে নেই। তারপরেও মৃত্যু পরোয়ানা জারি হল না।” আশাদেবীর অভিযোগ, ” এটা আমাদের প্রতি অবিচার। আমিও দেখব আদালত দোষীদের আর কতদিন সময় দেয়, আর সরকারও তাদের কতদিন সমর্থন করে।” 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement