Advertisement
Advertisement

Breaking News

ফাঁসি মানে বিচারের নামে ঠান্ডা মাথায় খুন, শীর্ষ আদালতে জানাল নির্ভয়া অভিযুক্তরা

দোষীদের প্রত্যেকেরই ফাঁসি চাইছেন নির্ভয়ার বাবা-মা৷

Nirbhaya rapists plead for life in Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 4, 2018 8:14 pm
  • Updated:May 4, 2018 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফাঁসির সাজা মানে ন্যায় বিচারের নামে ঠান্ডা মাথায় খুন’। ঠিক এই ভাষাতেই সুপ্রিম কোর্টে সওয়াল করল নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত চার আসামি৷ তাদের পক্ষ থেকে শীর্ষ আদালতের আগে দেওয়া প্রাণদণ্ডের সাজাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল৷ শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই মামলার কোনও রায় ঘোষণা করা হয়নি৷

জানা গিয়েছে, এই মামলার দোষী সাব্যস্ত অন্যতম দুই আসামি বিনয় কুমার ও পবন কুমার সওয়াল করেছিল৷ তাদের পক্ষ থেকে শীর্ষ আদালতের কাছে যুক্তি দেওয়া হয়েছিল ‘তারা অত্যন্ত কম বয়সী ও দরিদ্র পরিবারের সদস্য’৷ তাদের আইনজীবী এপি সিং দাবি করেছেন যে, এদের বিরুদ্ধে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই৷ ফলে এরা পেশাদার ক্রিমিনাল নয়৷ ফলে শীর্ষ আদালতের উচিত এদের শুধরানোর সুযোগ করে দেওয়া৷ এছাড়া বিশ্বের বহু দেশের আইন থেকেই প্রাণদণ্ডের সাজা লোপ পেয়েছে৷ শীর্ষ আদালতের কাছে এমনই যুক্তি খাঁড়া করেছেন অপরাধীদের আইনজীবী এপি সিং৷ দোষীদের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানান হয়েছে যে, তাঁর জবানবন্দীতে কারও নাম উল্লেখ করেননি নির্ভয়া৷ এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর সিদ্ধার্থ লুথরা জানিয়েছেন, ২০১৭-র মে মাসে নির্ভয়া মামলার রায় ঘোষণা করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ তারপরেও শুক্রবার সুপ্রিম কোর্ট শুনেছেন দোষীদের বক্তব্য৷

Advertisement

২০১২-র ১৬ ডিসেম্বরের রাত দেশের ইতিহাসে অন্যতম কালো দিন হিসাবে এখনও গণ্য করা হয়৷ নিজের প্রেমিকের সঙ্গে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে নির্মম ভাবে গণধর্ষন ও পরে খুন করা হয়েছিল ডাক্তারী পড়ুয়া ‘নির্ভয়া’কে৷ যা প্রশ্ন তুলে দিয়েছিল রাজধানী দিল্লির বুকে মহিলাদের নিরাপত্তা নিয়ে৷ কেবল ভারত নয়, ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছিল বিশ্ব৷ মৃত্যুর সঙ্গে প্রাণপণ লড়াইয়ের পরে ১৬ দিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্ভয়ার৷ ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে বাস চালক রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করেছিল৷ অপর একজন অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত৷ দোষীদের প্রত্যেকেরই কঠোরতম ফাঁসির সাজা চেয়েছেন নির্ভয়ার বাবা-মা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement