Advertisement
Advertisement

দিল্লিতে নির্ভয়া কাণ্ডের ছায়া, যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ নাবালক

অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

Nirbhaya horror rerun in Delhi, 5 accused held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2017 7:26 am
  • Updated:December 22, 2017 7:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ফের নির্ভয়াকাণ্ডের ছায়া। রাতের শহরে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ কিশোরের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পাঁচজন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

[ভণ্ড বাবার যৌন লালসার শিকার, দিল্লির আশ্রম থেকে উদ্ধার ৪০ নাবালিকা]

Advertisement

দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন নির্যাতিতা তরুণী। দক্ষিণ-পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় থাকেন। নিজের বয়ানে নির্যাতিতা ওই যুবতী জানিয়েছেন, এলাকারই এক কিশোরের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। বৃহস্পতিবার রাতে বাড়িতে একটি পার্টিতে ওই তরুণীকে নিমন্ত্রণ করে অভিযুক্ত কিশোর। পার্টি হাজির ছিল আরও চারজন। প্রত্যেকেই নাবালক। নির্যাতিতার অভিযোগ, প্রথমে জোর করে মদ খাওয়ানো হয়। তারপর ওই পাঁচ কিশোর মিলে তাঁকে ধর্ষণ করে। ঘটনার পর, ওই যুবতীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়। অভিযুক্তদের হুমকিতে প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন নির্যাতিতা। পরে অবশ্য গোটা ঘটনার কথা এক নিকট আত্মীয়কে জানান তিনি। খবর যায় থানায়। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের প্রমাণ মিলেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছে, পাঁচজন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার কাউন্সেলিং চলছে।

[যোগীর রাজ্যে ‘জমি জেহাদ’, নয়া অভিযোগে প্রবল চাঞ্চল্য]

প্রসঙ্গত, বছর পাঁচেক আগে রাতের দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন বছর তেইশের এক যুবতী। সেই ঘটনা নির্ভয়া কাণ্ড নামে পরিচিত। প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ। ছয় অভিযুক্তদের মধ্যে একজন ছিল নাবালক। জুভেলাইন আইন মেনে ওই নাবালকের বিচার হয়। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। বাকি চারজনেরই ফাঁসির সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট।

[বিরুষ্কার রিসেপশনে চাঁদের হাট, নবদম্পতিকে আশীর্বাদ প্রধানমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement