Advertisement
Advertisement

Breaking News

চার বছরে নারী সুরক্ষায় এক টাকাও খরচ হয়নি ‘নির্ভয়া ফান্ড’ থেকে

তাহলে দেশের নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে কোনও অত্যাচার হচ্ছে না?

Nirbhaya Fund remains unused despite climbing crime graph
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 8:40 am
  • Updated:January 26, 2017 8:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি বাঁচতে চাই”৷ কথাটা বলার শক্তি ছিল না৷ ছোট্ট একটা কাগজের টুকরোতে লিখে ডাক্তারদের জানিয়েছিলেন ২৩ বছরের মেয়েটা৷ তখনও দেশ তাঁর নাম জানত না৷ তাই নির্ভয়া নাম দিয়েছিল তাঁকে৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর নৃশংসভাবে তাঁকে ধর্ষণ করা হয়েছিল৷ তেরো দিন বাঁচার জন্য আপ্রাণ লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছিলেন দিল্লির জ্যোতি সিং পান্ডে৷ কিন্তু তাঁর লড়াইকে থেমে যেতে দেয়নি দেশবাসী৷ রাজধানী সাক্ষী হয়েছিল ঐতিহাসিক বিক্ষোভের৷

ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

Advertisement

নির্ভয়াকে ঘিরে আবেগের কথা মাথায় রেখেই ২০১৩ সালে তৎকালীন ইউপিএ সরকার শুরু করেছিল ‘নির্ভয়া ফান্ড’৷ বরাদ্দ হয়েছিল ১০০০ কোটি টাকা৷ ঠিক হয়েছিল নারী ও শিশুকন্যাদের নিরাপত্তার জন্য খরচ করা হবে এই টাকা৷ আজও রয়েছে সেই ফান্ড৷ অটুট৷ একটি টাকাও খরচ হয়নি সেই বরাদ্দ থেকে৷ তাহলে কী দেশে নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে কোনও অপরাধ ঘটছে না? ঘটছে না কোনও ধর্ষণ, নিগ্রহ?

অল্পের জন্য দুর্ঘটনা এড়াল জন শতাব্দী এক্সপ্রেস, নিরাপদে ৭০০ যাত্রী

হচ্ছে এবং বাড়ছে৷ ক্রমাগত বেড়েই চলেছে৷ অন্তত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (NCRB) ২০১৫ সালের এই পরিসংখ্যান তাই বলছে৷ জাতীয় এই ব্যুরোর সাম্প্রতিক হিসেব আনুযায়ী দেশে ৩৪,৬৫১টি মামলা নথিভুক্ত হয়েছে৷ আর এই মামলাগুলির মধ্যে শতকরা ৯৫ ভাগ মহিলারাই ধর্ষককে চিহ্নিত করেছেন৷ কিন্তু সুফল ক’জন পেয়েছেন কিংবা নির্ভয়া ফান্ডের কথা তাঁরা আদেও জানেন কিনা, সেই প্রশ্নের উত্তর জানা নেই ৬৮তম সাধারণতন্ত্র দিবসেও৷

তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement