Advertisement
Advertisement
Nipah

কেরলে বাড়ছে নিপা সংক্রমণ, মসজিদে শুক্রবারের নমাজে নিষেধাজ্ঞা

ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে ভাইরাসের সংক্রমণে।

Nipah virus cases on the rise in Kerala। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 15, 2023 3:00 pm
  • Updated:September 15, 2023 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) কোঝিকোড়ে ক্রমেই বাড়ছে নিপা আতঙ্ক। শুক্রবার নতুন করে আক্রান্ত এক ৩৯ বছরের ব্যক্তি। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬-এ। লক্ষ রাখা হচ্ছে তাঁদের সংস্পর্শে আসা ৯৫০ জনের দিকে। এঁদের মধ্যে ২১৩ জন রয়েছে হাই রিস্ক ক্যাটাগরিতে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের। পরিস্থিতি সামলাতে তাই তৎপর প্রশাসন।

শুক্রবার বাম শাসিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। জানা যাচ্ছে, আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে ২৮৭ জন স্বাস্থ্যকর্মী। সংক্রমণ যাতে আর না ছড়ায় তা নিশ্চিত করতে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ইতিমধ্যেই শুক্রবার নমাজ সকলকে বাড়িতেই পড়তে বলা হয়েছে। ৪ আক্রান্ত রয়েছেন বেসরকারি হাসপাতালে। এছাড়াও কোঝিকোড়ের মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখা হয়েছে ১৭ জনকে।

Advertisement

[আরও পড়ুন: NCP ভেঙে গিয়েছে, মেনে নিল নির্বাচন কমিশন, ‘পাওয়ার’ কার হাতে? সিদ্ধান্ত দ্রুতই]

উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা (Nipah)। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

[আরও পড়ুন: ‘ধরেই নিয়েছে সেনা জওয়ানদের প্রাণ যাবে’, অনন্তনাগ হামলার পর কেন্দ্রের কাশ্মীর নীতিকে দুষলেন চিদম্বরম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement