সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ বছর আগে প্রকাশ্যে সিপিএম কর্মী খুন। সেই মামলায় ৯ আরএসএস কর্মীকে মৃত্যুদণ্ড দিল কেরলের তালসারির এক স্থানীয় আদালত। দিন তিনেক আগেই দোষী সাব্যস্ত হয় ওই ৯ অভিযুক্ত।
২০০৫ সাল। কেরলের কান্নুর জেলা তখন রীতিমতো উত্তপ্ত। সেসময় বামপন্থী এবং হিন্দুত্ববাদীদের বিবাদে মাঝে মাঝেই রক্তাক্ত হত কান্নুর। সে বছর ৩ অক্টোবর কান্নাপুরমে প্রকাশ্যে খুন হন রিজিথ শংকরণ নামের এক সিপিএম কর্মী। ২৫ বছর বয়সি ওই সিপিএম কর্মী কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় জনা দশেক আরএসএস কর্মী তাঁর উপর চড়াও হয়। প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়।
আরএসএস কর্মীদের নৃশংস নির্যাতনে মৃত্যু হয় রিজিথের। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর ৩ বন্ধুও। সেসময় ওই হত্যাকাণ্ড নিয়ে গোটা কেরলে আলোড়ন পড়ে যায়। নৃশংসতম ঘটনা হিসাবে বর্ণনা করা হয় রিজিথ হত্যাকাণ্ডকে। ২০ বছর ধরে মামলার বিচার চলে। বিচার প্রক্রিয়া চলাকালীন দুর্ঘটনায় এক অভিযুক্তের মৃত্যুও হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে গত ৪ জানুয়ারি মামলার ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কেরলের তালসারির ওই আদালত। মঙ্গলবার ৯ অভিযুক্তকেই ফাঁসির সোজা শোনানো হয়েছে। দীর্ঘ দুদশকের বিচারপ্রক্রিয়ার পর সুবিচারের আশায় ওই সিপিএম কর্মীর পরিবার। যদিও নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.