সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের কায়রানা গ্রামে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিল বিজেপি৷ পুরো বিষয়টির তদন্ত করতে ৯ সদস্যের এক প্রতিনিধিদল বুধবার পৌঁছল এই গ্রামে৷
কায়নারা প্রসঙ্গে বিজেপি যে সহজে পিছু হটবে না, এলাহাবাদের জনসভা থেকেই সে ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ জানিয়েছিলেন, কায়রানার ঘটনা যেন উত্তরপ্রদেশের মানুষ হাল্কাভাবে না নেন৷ নাম না করলেও নরেন্দ্র মোদিও জানিয়েছিলেন, সাম্প্রদায়িকতা নির্মূল হলে তবেই উত্তরপ্রদেশে ‘বিকাশ যজ্ঞ’ সম্ভব৷ আসন্ন নির্বাচনের মুখে অখিলেশ যাদবের সরকারের বিরুদ্ধে তাই কায়রানা গ্রামের ঘটনাকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি৷ গ্রামের অবস্থা খতিয়ে দেখতে ৯ সদস্যের এক দল পৌঁছেছে কায়রানায়৷ এই দলের নেতৃত্বে আছেন শাহজাহানপুরের বিধায়ক ও বিজেপি নেতা সুরেশ খান্না৷
গত সপ্তাহেই বিজেপি সাংসদ হুকুম সিং মোট ৩৪৬ জন গ্রামবাসীর একটি তালিকা প্রকাশ করেন৷ জানানো হয়, ধর্মীয় অত্যাচারের কারণে এঁরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন৷ পশ্চিম উত্তরপ্রদেশের শাল্মলী জেলার কায়রানা গ্রামের এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়৷ হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হন সাধারণ মানুষ৷ পুরো বিষয়ের উপর প্রধানমন্ত্রী নিজে যে কড়া নজর রাখছেন তাও জানা যায়৷ এমনকী কেন্দ্রের তরফে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গিয়ে ঘটনা খতিয়ে দেখেও আসে৷
যদিও বিজেপির এই দাবির পাল্টা ব্যাখ্যাও ছড়িয়ে পড়েছে৷ বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ প্রশাসনের তরফে দাবি, রুটিরুজির খোঁজে গ্রাম ছেড়ে চলে যাওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা৷ কিন্তু তার সঙ্গেই উঠছে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ৷ বিহার, কেরল, পশ্চিমবঙ্গে ভরাডুবির পর এই বিতর্ককে সম্বল করেই উত্তরপ্রদেশের ভোট বৈতরণি পেরতে এখন মরিয়া বিজেপি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.