সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎকল এক্সপ্রেস দুর্ঘটনার জের না কাটতেই ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বুধবার ভোররাত প্রায় তিনটে নাগাদ লাইনচ্যুত হয় কৈফিয়ত এক্সপ্রেসের ৯টি কামরা। এখনও পর্যন্ত কারও মৃত্যু না হলেও এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন যাত্রী।
Some passengers have received Injuries and have been shifted to nearby hospitals.I am personally monitoring situation,rescue operations 2/
— Suresh Prabhu (@sureshpprabhu) August 23, 2017
রেল সূত্রে খবর, উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস। রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে ট্রেনটি। লাইনচ্যুত হয় ট্রেনটির ৯টি কামরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও এনডিআরএফ-এর দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। রেলের শীর্ষ আধিকারিক এম সি চৌহান জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পণ্যবাহী ট্রেনের জন্য ‘ফ্রেট করিডর’ নির্মাণের কাজ চলছিল। সেখানকার ডাম্পারেই ধাক্কা মারে ট্রেনটি। রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটের মাধ্যমে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ঘটনাটি খতিয়ে দেখছেন তিনি। রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
A dumper hit the locomotive of the Kaifiyat Express,resulting in derailment of coaches 1/ https://t.co/8EgmiW0gMO
— Suresh Prabhu (@sureshpprabhu) August 23, 2017
উল্লেখ্য, গত শনিবার উত্তরপ্রদেশের মুজফফনগরের খতৌলির কাছে দুর্ঘটনার কবলে পড়ে পুরী-হরিদ্বার কলিঙ্গ উৎকল এক্সপ্রেস।লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ১০টি কামরা। ট্রেনটি ওড়িশার পুরী থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কাই করেছিলেন রেল ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা। তবে তদন্তে জানা যায় রেলের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটে। যাই হোক না কেন, এদিনের দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলযাত্রীদের সুরক্ষা।
[নাশকতা নয়, রেলের গাফিলতিতেই লাইনচ্যুত কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.