সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের গোড়ার দিকের ঘটনা। কখনও মাদক পাচারকারী সন্দেহে, কখনও আবার কোনও ব্যক্তির মৃত্যুর ঘটনায় দিল্লি, নয়ডা-সহ দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় মানুষদের রোষের মুখে পড়েছিলেন সুদুর আফ্রিকা থেকে আসা কৃষ্ণাঙ্গ মানুষগুলি। চলছিল বেদম প্রহার। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছিল যে, ভারত সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার আরজি জানিয়েছিল নাইজেরিয়া সরকার। ফের সেই ঘটনার স্মৃতি ফিরল রাজধানী দিল্লিতে। চোর ও মাদক পাচারকারী সন্দেহে পোস্টে বেঁধে এক নাইজেরিয় যুবককে লাঠিপেঠা করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আক্রান্ত নাইজেরিয় যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ।
[বিজ্ঞাপনে বর্ণবিদ্বেষী বার্তা, ক্রেতাদের ক্ষোভের মুখে ক্ষমা চাইল ‘ডাভ’]
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ সেপ্টেম্বর। দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে। ভিডিওতে দেখা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় একটি পোস্টের সঙ্গে বাঁধা হয়েছে এক নাইজেরিয় যুবককে। স্থানীয় কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করছেন। নাইজেরিয় যুবকটি বারবার তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আরজি জানাচ্ছে। কিন্তু, কেউ তাতেও কর্ণপাত করছেন না। কিন্তু, ওই নাইজেরিয় যুবককে নির্মমভাবে মারধর করা হচ্ছিল কেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই নাইজেরিয় যুবকটি নাকি চোর। ঘটনার দিন এলাকারই একটি বাড়িতে চুরি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু, সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই নাইজেরিয় যুবক। তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপরই পোস্টে বেঁধে শুরু হয় লাঠিপেঠা।
[ফের কাঠগড়ায় যেগীর রাজ্য, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ শিশুর]
তবে শুধু লাঠিপেঠা করেই ক্ষান্ত হননি দিল্লি মালভিয়া নগরের বাসিন্দারা। চুরির অভিযোগে ওই নাইজেরিয় যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও করেছেন তাঁরা। আক্রান্ত ভিনদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পুলিশের হেফাজতেই রয়েছেন ওই নাইজেরিয় যুবক।
[ডিজেলের উপর জিএসটি চালুর দাবিতে ধর্মঘটে ট্রাক মালিকরা]
কিন্তু, প্রশ্ন উঠেছে, ওই নাইজেরিয় যুবক সত্যিই চুরি করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে পারতেন স্থানীয় বাসিন্দারা। মারধর করার কী দরকার ছিল? সবচেয়ে বড় কথা, নিজেদের অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি দিল্লির মালভিয়া নগরের বাসিন্দারা। স্রেফ সন্দেহের বশেই তাঁরা ওই নাইজেরিয়া যুবককে মারধর করেছেন বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিও:
#WATCH Nigerian national tied to a pole and beaten up by locals for alleged theft in Delhi’s Malviya Nagar (24.09.2017) pic.twitter.com/3zWgbeqvN5
— ANI (@ANI) 9 October 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.