সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই সূর্যের রহস্যভেদের উদ্দেশে পাড়ি দিয়েছে ইসরোর (ISRO) আদিত্য-এল১ (Aditya-L-1)। চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সাফল্যের পর সূর্যমুখী ইসরো। ইতিহাসের আরও এক ধাপে ভারতের মহাকাশ গবেষণা। এই নতুন অভিযানের কাণ্ডারী এক মহিলা বিজ্ঞানী। তিনি আদিত্য-এল১ সৌর অভিযানের প্রজেক্ট ডিরেক্টর নিগার শাজী (Nigar Shaji)। যা নিঃসন্দেহে আরও এক বিপ্লব। নারীশক্তির বিপ্লব।
ভারতীয় মহিলা রাধেন না, বরং মহাকাশ বিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণা করেন, বুঝিয়ে দিলেন নিগার। তার উপর কৃষক পরিবারের সন্তান তিনি। তবে কিনা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই ছোটবেলায়। তামিলনাড়ুর (Tamil Nadu) তেনকাশী জেলার শেনগোট্টই শহরে জন্ম। শুরু থেকেই ছিলেন মেধাবী ছাত্রী। দশম শ্রেণির পরীক্ষায় জেলায় প্রথম হয়েছিলেন। এর পর ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন।
১৯৮৭ সালে ইসরোয় যোগ দেন নিগার। ধীরে ধীরে কৃত্রিম উপগ্রহ তৈরিতে বিশেষজ্ঞ হয়ে ওঠেন। আট বছর আগে আদিত্য-এল১ অভিযানের দায়িত্ব পান। যার সফল উৎক্ষেপণ হয়েছে গত শনিবার। ইতিমধ্যে সঠিক কক্ষপথে পৌঁছে গিয়েছে সেটি। সব ঠিক থাকলে ১২৭ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্যের পাড়ায় মহাকাশের এল১ পয়েন্ট পৌঁছাবে আদিত্য। পরীক্ষা চালাবে মাধ্যাকর্ষণ, সূর্যের আলোর জীবনীশক্তি-সহ হাজারও বিষয়ে। চন্দ্রযানের মতোই আর এক যুগান্তকারী সাফল্য পাবে ভারত। সবচেয়ে বড় কথা, জয় হবে ভারতের নারীশক্তির। ৫৯ বছরের নিগার শাজী তো আগেই বলেছেন, “এই অভিযান শুধু ভারতের নয়, বিশ্ব মহাকাশ গবেষণার সম্পদ হতে চলেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.