সোমনাথ রায়, নয়াদিল্লি: রাজ্যে রামনবমীর অশান্তিতে NIA তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের আরজি খারিজ শীর্ষ আদালতে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দেয় যে এসমস্ত ক্ষেত্রে কেন্দ্র স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে। তাই তারা তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দিতে পারে। সংবিধানে তাদের সেই ক্ষমতা দেওয়া আছে।
রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। অশান্তির রেশ ছিল কয়েকদিন। সেই অশান্তির ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছিলেন। সেই মামলায় রাজ্যের তরফে বলা হয়েছিল, রাজ্যের এই ঘটনায় কেন্ত্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই।
পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল NIA। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। গরমের ছুটির আগে অন্তর্বর্তীকালীন নির্দেশে হাই কোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। এবার চূড়ান্তভাবে তা জানিয়ে দিল আদালত।
রাজ্যের দাবি ছিল, রাজ্য পুলিশ সঠিক পথে তদন্ত করছে। সবক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার গেলে রাজ্য পুলিশের মনোবল ধাক্কা খাবে। পালটা কেন্দ্রের দাবি ছিল, অশান্তিতে বোমা পড়েছে। আর এধরনের বিস্ফোরণের তদন্তে NIA সিদ্ধহস্ত। এদিন প্রায় ২ ঘণ্টা ধরে দু’পক্ষের সওয়াল জবাব চলে। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, NIA তদন্ত বহাল রাখার নির্দেশ দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.